প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:৪৪ পিএম আপডেট: ১০.০৪.২০২৫ ৬:৫৪ পিএম (ভিজিটর : ১৩৫)

ভিত্তিপ্রস্তর স্থাপনে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ছবি : প্রতিবেদক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক এলাকায় একটি মসজিদ ও একটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় তিনি ঝিলমিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এ মতবিনিময়ের পর রাজউক চেয়ারম্যান মসজিদ ও স্কুলের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রকল্পের ২নং সেক্টরে ০.৭৪ একর জমিতে নির্মিতব্য চারতলা মসজিদ এবং ০.৯৪ একর জমির ওপর নির্মিতব্য ছয়তলা ঝিলমিল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
পরে তিনি রাজউক ঝিলমিল প্রকল্পের প্রকল্প কার্যালয়ে প্রকল্পে বরাদ্দ গ্রহীতাদের নিয়ে গঠিত ঝিলমিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে ঝিলমিল সোসাইটির সভাপতি বিচারপতি (অব.) কে এম জহিরুল হক ও সেক্রেটারি সাজ্জাদ আলম খান তপু প্রকল্পের সার্বিক উন্নয়ন ত্বরান্বিতকরণের জন্য কিছু সুপারিশ তুলে ধরেন।
মতবিনিময় সভায় রাজউক চেয়ারম্যান তাদের অবহিত করেন যে, ঝিলমিল আবাসিক এলাকাকে জনবহুল এবং নাগরিক সুযোগ সুবিধা সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা আলোকিত করণের জন্য স্ট্রীট লাইটের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়া আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে একটি মডেল পুলিশ থানা স্থাপিত হবে এবং প্রবেশ গেটসমূহে অধিক সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হবে।
রাজউক চেয়ারম্যান বলেন, ‘ঝিলমিল প্রকল্পের মতো পরিকল্পিত এবং সুযোগ সুবিধা সম্বলিত এত বৃহৎ পরিসরের আবাসিক এলাকা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম আছে। আমি সকল বরাদ্দগ্রহীতাদের আহ্বান জানাচ্ছি, তারা দ্রুত ভবন নির্মাণ কাজ শুরু করুক, যাতে ওয়াসা এবং অন্যান্য সংস্থাগুলি নাগরিক সুবিধা প্রদান করতে পারে।’
সভায় রাজউক এর সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ বলেন, ‘ঝিলমিল প্রকল্পের সকল নির্মিতব্য স্থাপনা রাজউক এর নিয়ম মেনে করতে হবে। ভবন নির্মাণে কোন ধরনের ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, ঝিলমিল আবাসিক এলাকা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান, সংশ্লিষ্ট জোনের পরিচালক রাজিয়া সুলতানাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ঝিলমিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ।
কেকে/ এমএস