নীলফামারীর জলঢাকায় শফিউর রহমান সাদেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে দলের নাম ভাঙ্গিয়ে নিরীহ মানুষকে হয়রানি ও মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির প্রতিবাদ জানিয়ে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্যবসায়ী মহল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার গোলনা কালীগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে, ব্যাবসায়ীদের আয়োজনে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জিড়ো পয়েন্ট মোড়ে মানববন্ধনে মিলিত হন ব্যবসায়ীরা। এসময় বক্তব্য রাখেন গোলনা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন, ব্যাবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, ব্যাবসায়ী আব্বাজ আলী, নূরুল ইসলাম নুরু, আতিকুল ইসলাম মিঠু, ফারুক হোসেন, রাজু আহমেদ, শহীদুল ইসলাম ও আব্দুর রহিম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, ছাত্রজীবন থেকেই সে একটা টাউট বাটপার। দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, ব্যবসায়ীসহ নিরীহ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে এই শফিউর রহমান সাদেক। আসলেই চাঁদাবাজ, চাঁদাবাজী করে সে চলে। সে কালিগঞ্জ বাজারের প্রতিটি ব্যাবসায়ীর কাছ থেকে চাঁদা নিতো। তাকে চাঁদা না দিলে বিভিন্ন মামলার ভয় দেখাতো। তার কোনো আয়ের উৎস নেই, চাঁদাবাজিই একমাত্র পেশা। তার জন্য কেউ ভালোভাবে ব্যাবসা করতে পারে না। তাই সাদেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে,না হলে কালীগঞ্জের ব্যাবসায়ীরা আরো কঠোর আন্দোলন করবে বলে ঘোষনা দেন।
কেকে/ এমএস