নীলসাগর গ্রুপের এক্সক্লুসিভ আউটলেট কনফারেন্স ও র্যাফেল ড্র ২০২৫ উপলক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিদের আগমন শুরু হয়েছে এবং পুরো নীলসাগর ভিলেজ এলাকায় আনন্দমুখর ও উৎসবের আমেজ বিরাজ করছে।
শুক্রবার (১১ই এপ্রিল) সকালে নীলসাগর ভিলেজের সবুজ চত্বরে এক্সক্লুসিভ আউটলেট কনফারেন্স ও র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জান্নাতুল মাওয়া জীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, নীলফামারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও নীলসাগর আদর্শ বিদ্যাপীঠের উপদেষ্টা আফজালুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নীলসাগর ভিলেজের সবুজ চত্বরে কনফারেন্সে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এক উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
কনফারেন্সের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে থেকেই আগত অতিথিরা নীলসাগর ভিলেজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। বিভিন্ন আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে উৎসবের আমেজ আরও গাঢ় হচ্ছে।
সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কনফারেন্সের আলোচনা সভা এবং আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিও চোখে পড়ার মতো, যা অনুষ্ঠানের আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে বলে আশা করা যাচ্ছে।
ডোর টু ডোর প্রকল্পের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই এক্সক্লুসিভ আউটলেট কনফারেন্স ও র্যাফেল ড্র ২০২৫ ইতোমধ্যেই এক মিলনমেলায় পরিণত হয়েছে এবং সকাল থেকেই নীলসাগর ভিলেজে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কেকে/ এএস