রবিবার, ১৩ এপ্রিল ২০২৫,
৩০ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি      সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা      প্রাথমিকের মাঠ প্রশাসনে অস্থিরতা      পণ্য শুল্ক ট্রাম্পের ভূরাজনৈতিক চাল      ঢাকার সমাবেশ বিশ্ব ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত      গাজার পক্ষে ঢাকার জনসমুদ্র       রাশিয়ান ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম      
রাজধানী
আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৪:১৪ পিএম  (ভিজিটর : ৬৬)

রাজধানীর মিরপুরে ছাত্রহত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন হাওলাদারকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা শাকিল আহমেদ স্বপন ও তার অনুসারীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের কল্যাণপুর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মাইনুদ্দিন হাওলাদার ওরফে ‘পিয়াজ মাইনুদ্দিন’ মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য এবং মৎস্যজীবী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৫ আগস্ট দায়ের করা একটি ছাত্রহত্যা মামলায় তিনি ২৩ নম্বর আসামি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ মাইনুদ্দিনের অবস্থানের খবর পেয়ে কল্যাণপুর নতুনবাজার এলাকায় অভিযান চালায় এবং তাকে আটক করে গাড়িতে তোলে। এ সময় মিরপুর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি শাকিল আহমেদ স্বপন দলবল নিয়ে উপস্থিত হন এবং পুলিশকে মাইনুদ্দিনকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে পুলিশি হেফাজত থেকে মাইনুদ্দিনকে ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনার কয়েকটি ভিডিও এবং স্থিরচিত্র সংবাদমাধ্যমের হাতে এসেছে, যেখানে দেখা যায়, পুলিশের গাড়িতে থাকা অবস্থায় মাইনুদ্দিনকে ছাড়িয়ে নিতে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন স্বপন ও তার লোকজন।

এদিকে ছাত্রহত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের একটি গোয়েন্দা সংস্থা একটি গোপন প্রতিবেদন দিয়েছে। এতে বিএনপি নেতা শাকিল আহমেদ স্বপনের জড়িত থাকার তথ্য উঠে এসেছে।

পুলিশের ওই গোপন প্রতিবেদনে বলা হয়েছে—মিরপুরের ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি শাকিল আহমেদ স্বপনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ছাত্রহত্যা মামলার আসামি মাইনুদ্দিনকে জোর করে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতা শাকিল আহমেদ স্বপন বলেন, আমি এ ঘটনায় জড়িত নই। লোকজনের হট্টগোলের খবর শুনে সেখানে গেছি। মাইনুদ্দিনকে আমি ঠিকমতো চিনি না। তিনি ছাত্রহত্যা মামলার আসামি কিংবা আওয়ামী লীগ করেন কিনা তাও আমার জানা নেই। আমি ১৭ বছর এলাকার বাইরে ছিলাম। পুলিশের কাছ থেকে কেউ আসামি ছিনিয়ে নিয়েছে কিনা তাও জানি না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, এ ঘটনা আমি মঙ্গলবার রাতে শুনেছি। যদি ঘটনা সত্যি হয়, তাহলে শাকিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, মাইনুদ্দিন হাওলাদারের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা সঠিক নয়।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   মিরপুর   বিএনপি নেতা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি
বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক ২
ভোমরা স্থলবন্দরে ৮ মাসে ৯০০ কোটি টাকার আদা আমদানি
সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
ছেলের বিদেশ যাওয়া নিয়ে বিতর্ক, চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

সর্বাধিক পঠিত

নিজ ক্যাম্পাসে ভাড়ায় স্টল, সমালোচনায় ‘না’ বললেন শাবিপ্রবি প্রক্টর
বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২
বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে সেনা সদস্যসহ আহত ১৪
ভাঙা সড়কে ভোগান্তিতে রূপসদী-ভেলানগরের লাখো মানুষ
গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close