গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের দুটি অসহায় পরিবারকে সহায়তা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে ইউনিয়নের উদ্যোগে একটি পরিবারকে একটি বকনা গাভী এবং অন্য পরিবারকে একটি গভীর নলকূপ (মটরসহ) প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে মাছ ধরতে গিয়ে টমটম দুর্ঘটনায় গুরুতর আহত হন পাঁচুয়া গ্রামের কিরন মিয়া। একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন তিনি ক্রাচে ভর দিয়ে চলাফেরা করেন। জীবিকার জন্য নির্ভর করতে হয় অন্যের সাহায্যের ওপর। পরিবারের তিন সন্তানসহ জীবনযাপন কঠিন হয়ে পড়লে তিনি জামায়াত নেতা রফিকুল ইসলাম বাবলুর সঙ্গে যোগাযোগ করেন। বাবলুর উদ্যোগে এবং স্থানীয় জামায়াত কর্মীদের সহায়তায় তাকে একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা গাভী প্রদান করা হয়।
একই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল করিম দীর্ঘদিন ধরে পরিবারের জন্য নিরাপদ পানির সংকটে ছিলেন। তিনি জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির হোসেনের মাধ্যমে যোগাযোগ করলে, দলীয় কর্মীদের সহায়তায় একটি গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইয়ুবী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মো. আকতার হোসেন, অধ্যাপক এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোনাব্বির, ডা. আল-আমিন, জামায়াত নেতা রফিকুল ইসলাম বাবলু, মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সালাহউদ্দিন আইয়ুবী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানবকল্যাণে নিয়োজিত। কোনো মুমিন তার প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে তৃপ্তিভরে খেতে পারে না। আমরা যে সম্পদ ভোগ করি, তার একটি অংশ গরিব-দুঃখীদের হক। সেই হক আদায় করাই আমাদের দায়িত্ব।
কেকে/এএম