বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার মান্যবর ডেরেক লো।
শুক্রবার (১১ এপ্রিল) তিনি তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল নিয়ে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। এতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে আলোচনায় স্থান পায় সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫।
প্রতিনিধি দল জানায়, সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম বিনিয়োগ ও উন্নয়ন সহযোগী। তারা ভবিষ্যতে বাংলাদেশে আরো বৃহৎ পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অর্থবহ করে তোলার প্রয়োজনীয়তার কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সাক্ষাতে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।
জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন—সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
কেকে/এএম