গাজায় ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়।
এসময় শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তাজমুল হাসান সাগর, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি ফয়জুর রহমান বাপ্পী, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ময়নুল ইসলাম, শিক্ষার্থী সেলিম ইসলাম, নাহিন ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
এরআগে শহরের বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে শিক্ষার্থীরা যোগ দেন কর্মসূচিতে।
কেকে/ এমএস