ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, রক্তের উপর দাঁড়িয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। আমাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত হয়েছে বাংলাদেশ। সুতরাং নব্য কোন ফ্যাসিবাদের জন্ম এ মাটিতে হোক তার জন্য ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন আর রক্ত দেয়নি।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় রাজধানীর ভাটারাস্থ নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে আত্মত্যাগকারীদের রক্তের দাগ এখনো শুকায়নি। আহতরা সুস্থ হয়ে বাসায় ফিরেনি। শুধু একটি নির্বাচনের জন্য এতো প্রাণ এতো রক্ত বিসর্জন দেয়া হয়নি। বার বার রক্ত দেয়ার জন্য আমরা জন্ম নেইনি। সংস্কার পরবর্তী স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা যাচাই করা হবে। সংস্কারের বাস্তবায়ন প্রমাণিত হবে সংস্কারের সফলতা-ব্যর্থতা। সংস্কারের পর যৌক্তিক সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি ফেয়ার নির্বাচন উপহার দিতে হবে।
ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, এড. মুস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, রাকিবুল ইসলাম, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মুফতি আরমান হোসাইন, মুফতি সাব্বির আহমেদ, আলহাজ্ব আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী সোলাইমান, মাসুম বিল্লাহ, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
কেকে/ এমএস