ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা না এলে বিএনপি আবার রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু। তিনি বলেন, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যেমন রাজপথে ছিলাম, প্রয়োজন হলে আবার সেইভাবে রাজপথে নামব।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজেকাজলা সাকোপাড়া (২৮ নম্বর ওয়ার্ড) বিএনপির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছি। নির্বাচনের ডেট ও রোডম্যাপ ঘোষণা করুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তা না হলে গণবিরোধী এই সরকারের বিরুদ্ধে বিএনপি কঠোর আন্দোলনে নামবে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনুস আন্তর্জাতিকভাবে সুনাম কুড়ালেও, তার উপদেষ্টা দল প্রায় অযোগ্য। তারা জানেই না কীভাবে দেশ চালাতে হয়। দেশের বিভিন্ন সেক্টরে এখনো হাসিনার লোক বসে আছে, তারা জনগণের জন্য কিছুই করছে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল গফুর। উপস্থিত ছিলেন—ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. হাবিবুর রহমান, অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপির মহানগর, জেলা, থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
কেকে/এএম