রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামীকাল (১২ এপ্রিল) মানবিক ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হতে চলেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। পরবর্তীতে ১৯ এপ্রিল ‘এ’ এবং ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তিযুদ্ধ শেষ হবে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরীক্ষার ফলাফল ১৯ এপ্রিল পরীক্ষার আগেই প্রকাশিত হবে। একইভাবে ১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য পরীক্ষার ফলাফল ২৬ এপ্রিল পরীক্ষার আগেই প্রকাশিত হবে। সর্বশেষ ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য পরীক্ষার ফলাফল পূর্বের ইউনিটগুলোর সময়সীমা অনুযায়ী প্রকাশিত হবে। ফল প্রকাশ শেষে ভর্তি কার্যক্রম চলবে আগামী ১১ মে থেকে ২৬ জুন পর্যন্ত। স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।