নীলসাগর গ্রুপের এক্সক্লুসিভ আউটলেট কনফারেন্স ও আকর্ষণীয় র্যাফেল ড্র ২০২৫ নীলসাগর ভিলেজে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই এপ্রিল) নীলসাগর ভিলেজের সবুজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও নীলসাগর আদর্শ বিদ্যাপীঠের উপদেষ্টা আফজালুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, শাহ মেরিন এন্ড বিজনেস ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলাম চৌধুরী, ডোর টু ডোর প্রজেক্টের মানব সম্পদ বিভাগ ব্যবস্থাপক নুর এ আলম সিদ্দিক, হেড অফ কঞ্জুমার আহসান হাবিব বিপ্লব এবং ডোর টু ডোর প্রজেক্টের চিফ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটন।
ডোর টু ডোর প্রজেক্টের ইনচার্জ মো. আওরঙ্গজেব সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা উপস্থাপনা করেন বদরুন্নাহার ববি এবং জান্নাতুন মাওয়া জীম।
এছাড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নীলসাগর গ্রুপের ডোর টু ডোর প্রজেক্টের চিফ মনিটরিং অফিসার মো. রবিউল আলম লিটন। সার্বিক সহযোগিতায় ছিল ডোর টু ডোর প্রকল্প, নীলসাগর গ্রুপ।
অনুষ্ঠানটি নীলসাগর গ্রুপের বিভিন্ন আউটলেটের প্রতিনিধিদের মিলনমেলা এবং একটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র অনুষ্ঠানে ভাগ্যবান ১ম বিজয়ী সৈয়দপুর গোলাহাট আশরাফুল স্টোরের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম একটি মটর সাইকেল জিতেন তাকে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবীব লেলিনের পক্ষে পুরস্কার তুলে দেন আহসান হাবিব বিপ্লব । দ্বিতীয় পুরস্কার হিসেবে টেঙ্গনমারী, নীলফামারীর রেহানা স্টোর একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে সৈয়দপুর রাবেয়া এলাকার ব্যবসায়ী রানা হোসেন একটি বাইসাইকেল জেতেন। অনুষ্ঠানে মোট ১০০টি পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।
কেকে/ এমএস