অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুল বলেছেন, বিচারক সংকট, এজলাস সংকটসহ বিভিন্ন সংকট মোকাবেলা করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে, আদালতে যাতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় সেজন্য বিভিন্ন সংকট মোকাবেলা করতে অন্তর্বর্তীকালীন সরকার সচেষ্ট রয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে বান্দরবান সদরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, আদালত ভবনে বিচার প্রত্যাশীদের বিভিন্ন ধরণের সুযোগ সুবিধার কথা চিন্তা করে খুব দ্রুত সময়ে বান্দরবানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হবে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড.আসিফ নজরুল বান্দরবান জেলার দায়রা ও জজ আদালত ভবনের উর্ধমুখী সম্প্রসারণ ভবন পরিদর্শন শেষে আদালত ভবনের সভাকক্ষে বিচারক ও আইনজীবিদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন।
এসময় জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম, বান্দরবান আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মো.আবুল কালাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আবু তালেবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস