রবিবার, ১৩ এপ্রিল ২০২৫,
৩০ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: রাশিয়ান ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম      ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার      বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে: শায়খ আহমাদুল্লাহ      মেঘনা আলমের দন্ডাদেশে ফ্যাসিবাদী জমানার কথা মনে করিয়ে দেয়      ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারে শেষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি      ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল      কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু      
জাতীয়
শোভাযাত্রার অনুসঙ্গ পুড়িয়েছে ফ্যাসিবাদের অনুসারীরা: সংস্কৃতি উপদেষ্টা
সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৪:১৭ পিএম  (ভিজিটর : ৪৪)

ফ্যাসিবাদের অনুসারীরা শোভাযাত্রার অনুসঙ্গ পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা ২টায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দুষ্কৃতকারীদের সতর্ক করে উপদেষ্টা বলেন ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে, জানালেন অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে।

ফারুকী আরো বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।

গতকালের ঘটনার প্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার সকল ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধু মাত্র বৈশাখকে কেন্দ্র করে যা দেশকে নতুন ভাবে চিনবে মানুষ।

চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখে আয়োজনে সর্বস্তরের মানুষের স্বকস্ফুর্ত অংশগ্রহনের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয় বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আকাশপথে তিনি সিলেটে এসে পোঁছান। সেখানে রাত্রিযাপন শেষে আজ শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আগামীকাল রোববার (১৩ এপ্রিল) তার ঢাকায় ফেরার কথা থাকলেও গতকালের চারুকলার এ ঘটনায় সফর সংক্ষিপ্ত করে আজই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি গণমাধ্যমে ঢাকার ‘মার্চ ফর গাজা’র খবর
রাশিয়ান ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম
কেরানীগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২
প্রশাসনের বাতিল করা বিটি মাঠেই বৈশাখী মেলা: গয়েশ্বর চন্দ্র রায়

সর্বাধিক পঠিত

দালালি নয়, সাংবাদিকতা চাই
নিজ ক্যাম্পাসে ভাড়ায় স্টল, সমালোচনায় ‘না’ বললেন শাবিপ্রবি প্রক্টর
বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২
বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে সেনা সদস্যসহ আহত ১৪
ভাঙা সড়কে ভোগান্তিতে রূপসদী-ভেলানগরের লাখো মানুষ

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close