রবিবার, ১৩ এপ্রিল ২০২৫,
৩০ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার      বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে: শায়খ আহমাদুল্লাহ      মেঘনা আলমের দন্ডাদেশে ফ্যাসিবাদী জমানার কথা মনে করিয়ে দেয়      ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারে শেষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি      ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল      কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু      বাংলাদেশের বুকে যেন ‘একখণ্ড ফিলিস্তিন’      
রাজধানী
জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের অনুষ্ঠানে
অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ শেখ হাসিনার বিচার করা: ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮:৫৬ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ৯:৫৮ পিএম  (ভিজিটর : ৫০)
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ হাসিনা এবং যারা এই হত্যাকারী তাদের বিচার করা।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর মিরপুরে অবস্থিত শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের আয়োজিত ‘গণমানুষের জাগ্রত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময় তিনি বলেন, সত্যি কথা বলতে কি কেউ এখন পর্যন্ত একটা অভিযোগ করেনি। কেউ বলেনি যে আমার ছেলে ভুল করেছে। কেউ বলেনি যে আমার ছেলে কেন গেল দুঃখে মরে যাচ্ছি। কেউ কিন্তু বলেনি এ কথা। এটা খুব খেয়াল করার বিষয়। একবারও বলেনি। যারা আহত হয়েছে তারাও একবারও বলেনি আমরা ভুল করেছিলাম। কিন্তু হ্যাঁ একটা কথা তারা বলেছে। তারা বিচার দেখতে চাই এবং বিচারটা হতেই হবে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। তো এদের (জুলাই শহিদদের) রক্তের ওপর দিয়ে এসেছে এবং যারা আহত এখনো বাড়ি ঘরে কাতরাচ্ছে কিংবা হাসপাতালে আছে। কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই। একেবারে জলজ্যান্ত তরুণ প্রাণগুলো যে একদিন আগেও দুনিয়াটা দেখত তার সামনে দুনিয়াটা অন্ধকার। যতবারই আমি ওদের কথা (আহতদের) শুনি ততবারই আমার কাছে মনে হয় যে এটা আমাদের বারে বারে প্রতিজ্ঞার মতো নিতে হবে। বিচার যদি না হয় তাহলে এই শহিদ পরিবারের যারা, আমাদের সন্তান কবরের মধ্যে আছে আর যাদের মা-বাবা বেঁচে থেকেও নাই। ওরা যে বলল ওদের কিন্তু ঈদ হয়নি, ওরা কিন্তু রোজায় ইফতার করেনি  আমি অনেকের কাছে গেছি। আমরা ওদের পরিবারের কবে হাসি দেখব আমরা জানি না, কিন্তু বিচার যদি হয় ওরা অন্তত শান্তি পাবে।

এই সরকারও নির্বাচিত সরকার জানিয়ে এই উপদেষ্টা বলেন, আপনারা নির্বাচনের কথা বলেন, নির্বাচিত হয়ে সরকার আসবে ঠিকই। আমরা অনির্বাচিত এই কথা কে বলল।  আমাদের তো এ ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে। তারাই রাষ্ট্র গঠন করেছে। তারাই সরকার গঠন করেছে। তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজেই আমাদের কাছে আমাদের দায়িত্ব হলো—তাদের যে চাহিদা সেটা মেটানো। এটাতে কোনোরকম ভুল ত্রুটি হতে পারবে না। বিচার আমাদেরকে করতেই হবে।

অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আপনার লক্ষ্য করবেন যেখানে শহর রয়েছে সেখানে বড় মাজার রয়েছে। মাজার এক সময় ছিল শক্তির কেন্দ্র। কারণ এই মাজারের সুফি সাধকরা তাদের আধ্যাত্মিক শক্তি দ্বারা মানুষদেরকে আকর্ষিত করতেন রক্ষণাবেক্ষণ করতেন। সুতরাং একটা আধ্যাত্মিক শক্তির জায়গা যেমন মাজার ঠিক সেইভাবে সামাজিক শক্তির জায়গাও মাজার। এ ধরনের প্রতিষ্ঠানকেও আমরা ধ্বংস করে ফেলছি। এ মাজারকে কেন্দ্র করে এখানে অনেক বড় বাজার আছে, আড়ৎ আছে এবং চাঁদাবাজি ব্যবসা আছে এমনকি মাজার রিলেটেড ব্যবসা রয়েছে। আমরা বলতে চাই শুধু মিরপুর মাজার নয় ঢাকায় প্রায় ১০০টির মতো মাজার রয়েছে। এ মাজারগুলোকে আমরা সংস্কৃতিক কেন্দ্র বানাতে চাই। পাশাপাশি এগুলোকে আমরা সর্বসাধারণ আশ্রয়ের জায়গা করতে চাই। যেখানে নাগরিকের ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, নগর ব্যবস্থাপনা করতে কি আমরা লক্ষ্য করেছি যে, এই শহরে ৪০ শতাংশ লোকজন বাসা বাড়িতে থাকে না। তারা পরিবেশগত দিক দিকে একটি খারাপ অবস্থানে থাকে। এ ছাড়া প্রতিবছর ১০ থেকে ১৫ লক্ষ লোক নতুন করে শহরে প্রবেশ করে এবং প্রবেশ করার পর থেকেই নানা ধরনের বিড়ম্বনার মধ্যে টিকে থাকে। আমরা পুরো দেশের সকল সুযোগ-সুবিধা বন্ধ করে যখন এটাকে ঢাকা কেন্দ্রিক বা শহরকেন্দ্রিক বলেছি, তখনই আমরা এখানে একটা বড় বৈষম্য তৈরি করেছি। এরপরেই যখন একজন মানুষ শহরে প্রবেশ করে তখন আমরা তাকে বড় বিপদের মুখোমুখি করি। আমরা চেষ্টা করছি বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাটে মানুষগুলোর জন্য ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দেওয়ার। যাতে তারা সহজেই তাদের নিকটস্থল এবং লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারে। এর পাশাপাশি আমরা নারী এবং অন্যান্যদের জন্য বাথরুমের ব্যবস্থাটা ঠিকমতো করে দেবো।

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিরপুরে শহিদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান, শহিদ মো. আকরাম খান রাব্বির বাবা মো. ফারুক খান, শহিদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহিদ ইমাম হোসেন তাইয়েমের ভাই রবিউল আউয়াল ও শহিদ আহনাফের মা জারতাস পারভীন।

শহিদ পরিবারের সদস্যরা বলেন, আমরা এখনো বিচারের কোনো পদক্ষেপ দেখছি না। বিচারের নামে প্রহসন চলছে। এখন অনেক জায়গায় মামলা নেওয়া হয় না। উলটো বিচার চাইতে গেলে শহিদ পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হচ্ছে। আমরা চাই, এ সরকার যেন দ্রুত গণহত্যাকারীদের বিচার করে।

অনুষ্ঠানে গরিব-অসহায়দের জন্যে মেডিকেল ক্যাম্প, জুলাইয়ের গ্রাফিতি, আন্দোলনের ছবি ও খবরের কাগজ প্রদর্শনী, কবিতাপাঠ, জুলাই আন্দোলনে আহত, সম্মুখ সারির যোদ্ধাদের স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন, ভাবগানের আসর ও বইমেলা অনুষ্ঠিত হয়েছে।

জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—কবি ও ভাবুক ফরহাদ মজহার, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, আকিজ ইনসাফ গ্রুপের সিএমও শফিকুল ইসলাম তুষার, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের সদস্য তৌফিক হাসান, উদয় হাসান ও সিলমী সাদিয়া প্রমুখ।

অনুষ্ঠানে আকিজ ইনসাফ গ্রুপের পক্ষ থেকে শহিদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  অন্তর্বর্তী সরকারের   প্রথম কাজ   শেখ হাসিনার   বিচার করা   ফরিদা আখতার   জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর   গণমানুষের জাগ্রত জুলাই   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২
প্রশাসনের বাতিল করা বিটি মাঠেই বৈশাখী মেলা: গয়েশ্বর চন্দ্র রায়
বেগম জিয়া যখন সুস্থ বাংলাদেশ নামক রাষ্ট্রটিও তখন সুস্থ: সাইফুল ইসলাম
চবি শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ, প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি
অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ শেখ হাসিনার বিচার করা: ফরিদা আখতার

সর্বাধিক পঠিত

দালালি নয়, সাংবাদিকতা চাই
নিজ ক্যাম্পাসে ভাড়ায় স্টল, সমালোচনায় ‘না’ বললেন শাবিপ্রবি প্রক্টর
বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে সেনা সদস্যসহ আহত ১৪
ভাঙা সড়কে ভোগান্তিতে রূপসদী-ভেলানগরের লাখো মানুষ
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে কঠোর নিরাপত্তায় ঢাকা

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close