রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন এ দেশের ১৬ কোটি মানুষকে ছেড়ে আমি বিদেশে যাব না, জীবন যদি দিতে হয় এই বাংলাদেশের মাটিতেই জীবন দেবো। বেগম খালেদা জিয়া যখন হাসে, বাংলাদেশ তখন হাসে। বেগম জিয়া যখন সুস্থ বাংলাদেশ নামক রাষ্ট্রটিও তখন সুস্থ। বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে বিএনপি ততই সংঘবদ্ধ হয়ে আরো শক্তিশালী হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে ঢাকা আশুলিয়া নবী টেক্সটাইল মাঠে আশুলিয়া সাভারস্থ রংপুরবাসীর আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন—আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন (বাবুল) পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশিষ্ট শিল্পপতি আলামিন মিয়া, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাম মিয়া, ছাত্রদলের আহ্বায়ক মিলু সরকারসহ সাভার, গাজীপুর ও রংপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কেকে/এএম