রবিবার, ১৩ এপ্রিল ২০২৫,
৩০ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার      বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে: শায়খ আহমাদুল্লাহ      মেঘনা আলমের দন্ডাদেশে ফ্যাসিবাদী জমানার কথা মনে করিয়ে দেয়      ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারে শেষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি      ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল      কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু      বাংলাদেশের বুকে যেন ‘একখণ্ড ফিলিস্তিন’      
গ্রামবাংলা
প্রশাসনের বাতিল করা বিটি মাঠেই বৈশাখী মেলা: গয়েশ্বর চন্দ্র রায়
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:৪৭ পিএম  (ভিজিটর : ৩৯)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ এখন মুক্ত। কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও বিটি মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবেই।

শনিবার (১২ মার্চ) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহাসিক বিটি মাঠ (সাবেক প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম) পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুগ যুগ ধরে বিটি মাঠে বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু গত ১৭ বছর ধরে এই ঐতিহ্যবাহী মেলা বন্ধ ছিল।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই সংস্কৃতি দমন করা হয়েছে। তবে খুনি হাসিনার পতনের পর আমরা আজ মুক্ত, এবং জনগণ স্বাধীনভাবে উৎসব পালন করতে পারছে।

তিনি আরো বলেন, ১৮৪২ সাল থেকে বিটি মাঠ ঐতিহাসিকভাবে পরিচিত। এটি মূলত তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু জমি অধিগ্রহণ ছাড়াই সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যবহার করে মাঠটির নাম পরিবর্তন করে হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম করেন। তার দাবি, এটি অবৈধ এবং অনৈতিকভাবে ক্রীড়া উন্নয়ন বোর্ডের অধীনে নেওয়া হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় প্রশ্ন তোলেন, স্কুল কমিটি ও জমির প্রকৃত মালিকদের না জানিয়ে কীভাবে মাঠটি ক্রীড়া উন্নয়ন বোর্ডের আওতায় আনা হলো?

তিনি জানান, ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই মাঠেই বৈশাখী মেলার আয়োজন করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, যুবদল নেতা মাহবুব আলম স্বাধীনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া মাঠ পরিদর্শনে অংশ নেন কেরানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জান্নাতুল মাওয়া, সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজাহারুল ইসলাম ।

এর আগে মাঠে মেলা হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনা দেখা দেয়। তার পরিপ্রেক্ষিতে মাঠটিতে মেলার অনুমতি বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কেকে/এএম




মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২
প্রশাসনের বাতিল করা বিটি মাঠেই বৈশাখী মেলা: গয়েশ্বর চন্দ্র রায়
বেগম জিয়া যখন সুস্থ বাংলাদেশ নামক রাষ্ট্রটিও তখন সুস্থ: সাইফুল ইসলাম
চবি শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ, প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি
অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ শেখ হাসিনার বিচার করা: ফরিদা আখতার

সর্বাধিক পঠিত

দালালি নয়, সাংবাদিকতা চাই
নিজ ক্যাম্পাসে ভাড়ায় স্টল, সমালোচনায় ‘না’ বললেন শাবিপ্রবি প্রক্টর
বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে সেনা সদস্যসহ আহত ১৪
ভাঙা সড়কে ভোগান্তিতে রূপসদী-ভেলানগরের লাখো মানুষ
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে কঠোর নিরাপত্তায় ঢাকা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close