সোমবার, ১৪ এপ্রিল ২০২৫,
১ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
শিরোনাম: ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিফটি সামনে রেখে শেষ হলো আনন্দ শোভাযাত্রা      আনন্দ শোভাযাত্রা ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী      বর্ষবরণে বর্ণিল আয়োজনে ‌‌‘আনন্দ শোভাযাত্রা’ শুরু       অহিংসবাদ সম্প্রীতি ও হিংসা-বিদ্বেষ বিহীন দেশ গড়তে চাই: সেনাপ্রধান      পিএসএলে প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনিদের জন্য ১ লাখ রুপি ঘোষণা      আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট আজই দাখিল করা হবে: আইন উপদেষ্টা       টিউলিপ সিদ্দিকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা      
গ্রামবাংলা
ভোমরা স্থলবন্দরে ৮ মাসে ৯০০ কোটি টাকার আদা আমদানি
ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:১২ পিএম  (ভিজিটর : ৬০)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে মসলাজাত পণ্য আদা। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে এ মসলাজাত পণ্যটি দ্বিগুণেরও বেশি আমদানি বেড়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে চাহিদার পাশাপাশি ভারতে দাম কম হওয়ার কারণে পণ্যটির আমদানি বেড়েছে। অন্যদিকে বন্দরে আমদানি বাড়ার পরও সাতক্ষীরার মসলা বাজারে আদার দর কমেনি বরং বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে আদা।  

এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে মসলাজাত পণ্য আদা আমদানি হয়েছে ৭৫ হাজার ৬৮৬ টন। যার আমদানি মূল্য ৯০০ কোটি ১২ লাখ টাকা। একইভাবে গত ২০২৩-২৪ অর্থবছরের এ সময় পণ্যটি আমদানি হয়েছিল ৩৩ হাজার ৬৮৫ টন। যার আমদানি মূল্য ৩৬৮ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম আট মাসে পণ্যটি আমদানি বেড়েছে ৪২ হাজার ১ টন।

ভোমরা শুল্ক স্টেশনের কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম জানান, যেকোনো পণ্য আমদানি বেশি-কম হয়ে থাকে মূলত ব্যবসায়ীদের চাহিদা বা ঘোষণার ওপর নির্ভর করে। এ ব্যাপারে বন্দর ব্যবহারকারী সব ব্যবসায়ী এবং আমদানিকারকদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে ভোমরা শুল্ক স্টেশনের পক্ষ থেকে।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের মসলাজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে  খুচরা আদা বিক্রয় হয়েছে প্রতি কেজি ১০০ টাকা কেজি দরে। যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয় ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। দাম বাড়ার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আব্দুল হাকিম জানান, বন্দরে আমদানি বাড়লেও পাইকারিতে দাম কমেনি আদা বরং বেড়েছে।

তিনি বলেন, রমজানের মাসের মাঝামাঝি সময় যে আদা পাইকারি দর ছিল প্রতি কেজি ৬৫ টাকা তা এখন ৯০ টাকা দরে কিনতে হচ্ছে। ফলে পাইকারিতে দাম বাড়লে তার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, ঈদের পর বন্দরে নতুন এলসির আদা এখনো ঢোকেনি। বাজারে যে আদা রয়েছে তা রমজান মাসে আমদানিকৃত। ফলে দু-একদিনের মধ্যে বাজারে আদার দাম কমে যাবে বলে আশা করছেন তিনি। তাছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি করে যদি কোনো ব্যবসায়ী বা আড়তদার আদার দর বেশি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কেকে/এএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আদিতমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
কিশোরগঞ্জে লোকজ উৎসব ও বর্ষবরণ উদ্‌যাপন
ঈশ্বরগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণ
রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে রাজউক
বাঞ্ছারামপুরে নববর্ষ উপলক্ষ্যে বিএনপি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

সর্বাধিক পঠিত

পাওনা টাকা চাওয়ায় বাবাসহ চার ভাইকে পিটিয়ে জখম
সালথায় মামা-ভাগ্নে গ্রুপের সংঘর্ষে আহত ১৫
‘বাঞ্ছারামপুরের সার্বিক উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে’
কিশোরগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও স্ত্রীর যৌনাঙ্গ থেতলে দিয়েছে পাষন্ডরা
লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেফতার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close