পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের দশম আসরের। এবার মৌসুমে ব্যাটারের বাউন্ডারি কিংবা বোলারের উইকেট প্রাপ্তির আনন্দের অংশ হিসেবে ফিনিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপির ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের মুলতান সুলতানস।
শনিবার (১২ এপ্রিল) ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে করাচির বিপক্ষে মাঠে নামে মুলতান। ম্যাচের টস করতে নেমে দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রতি বাউন্ডারি ও উইকেটে নির্দিষ্ট অনুদান দেয়ার কথা জানান।
রিজওয়ান বলেন, আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটে গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।
অবশ্য ম্যাচে হারলেও দুর্দান্ত কিছু বাউন্ডারি ও বোলারদের উইকেটের সুবাদে ১৫ লাখ পাকিস্তানি রুপি ইতোমধ্যেই জমা হয়েছে সেই তহবিলে। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। ২০০ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি।
এর আগে, ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেয়া হবে।
তিনি আরও বলেন, বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেয়া হবে।
উল্লেখ্য, আগামী বুধবার (১৬ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের মোকাবিলা করবে মুলতান সুলতানস।
কেকে/এআর