মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নয়ন মোল্লা (২০) নামের এক ধর্ষককে আটক করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর বাজারস্থ নিজ বাড়ি থেকে নয়নকে আটক করে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) ধর্ষকরা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভিক্টিমের বাবা টঙ্গীবাড়ী থানায় অভিযোগ করে। পরে এ ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।
সে আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের মৃত সায়েন মোল্লার ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার নয়ন মোল্লা নামের এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
গত ২৮ মার্চ আনুমানিক রাত ৮টায় বন্ধুর বাড়িতে নিয়ে ভিক্টিমকে ধর্ষণ করে নয়ন। এ সময় পরিকল্পিতভাবেই নয়নের আরও চার বন্ধু ভিডিও ধারণ করে রাখে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই চার বন্ধুও ভিক্টিমকে ধর্ষণ করে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ভিক্টিমের বাবা থানায় অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গেই ওই এলাকায় গিয়ে নয়ন নামের এক ধর্ষককে আটক করি এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতার কাজ চলমান রয়েছে।
কেকে/এএস