মাগুরার শালিখায় বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে প্যারালাইসিসে আক্রান্ত সুমন কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সুমন কর্মকার শালিখা উপজেলার আড়পাড়া (সাহা পাড়া) গ্রামের দ্বীলিপ কর্মকারের ছেলে।
রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা সদর আড়পাড়া গ্রামের পুরাতন পল্লী বিদ্যুৎ এলাকার সাহা পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিবারের অন্য সদস্যরা দৌড়ে বের হয়ে যায়। তবে দীর্ঘ দিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত সুমন কর্মকার শয্যাশায়ী হওয়ায় বের হতে না পেরে আগুনে ঝলসে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শালিখা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর কিছু সময় পর উদ্ধার কাজ শুরু করি। অগ্নিকাণ্ডের ফলে ওই পরিবারের নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) অলি মিয়া বলেন, কারো কোনো অভিযোগ নেই এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কেকে/এএস