সোনাগাজী থানায় বিশেষ অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ ৩ জন চিহ্নিত মাদক কারবারি ও একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল) চর মজলিশপুর ইউনিয়নের সীমান্তবর্তী ফাজিলের ঘাট থেকে মাদক কারবারি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হইতে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দাগনভূঞা থানাধীন মোমারিজপুর গ্রামের মৃত কামাল মাস্টারের ছেলে।
পৃথক অভিযান চালিয়ে উত্তর চর চান্দিয়া থেকে মাদক কারবারি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সে ওই গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে ৪টি মামলা রয়েছে।
এছাড়া অপর এক অভিযানে সোনাপুর বাজার থেকে মাদক কারবারি মাসুদ আলমকে গ্রেফতার করা হয়েছে। সে চর মজলিশপুর ইউনিয়নের বড় হালিয়া গ্রামের মৃত মাবুদুল হক ওরফে মাহমুদুল হক মাদুর পুত্র। তার বিরুদ্ধে মাদক কারবারি, ডাকাতি ও চুরির অভিযোগে ৪টি মামলা রয়েছে।
পৃথক এক অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি পলাশ চন্দ্র ধরকে গ্রেফতার করেছে পুলিশ। সে লক্ষ্মীপুর গ্রামের ডা. বরুণ চন্দ্র ধরের পুত্র।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন মাদক কারবারিসহ চারজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
কেকে/এএস