গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিয়ামনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ ফাজিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়ামনি তরফ ফাজিল গ্রামের রাজু মিয়ার মেয়ে। স্বজনরা জানায়, ওই সময় ঘরে আলো দেওয়ার জন্য রিয়ামনিকে তার মা বৈদ্যুতিক সুইচ চালু করতে বলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি ঘটনাস্থলে মারা যায়।
এ তথ্য নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জোয়াদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে রিয়ামনি নামের এক শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। এ বিষয়ে সবার সবাধনতা অবলম্বন করা আবশ্যক।
কেকে/এএস