বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫,
৪ বৈশাখ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
শিরোনাম: ডেমরায় রাজউকের অভিযানে ভবনের নির্মাণকাজ বন্ধ ও জরিমানা      সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের      জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা      আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান      বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র      ‘নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে’      ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন      
গ্রামবাংলা
প্রতিবন্ধী সেজে স্বপরিবারে ভাতা তুলছেন মহিলা ইউপি সদস্য
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ এএম আপডেট: ১৫.০৪.২০২৫ ১১:৫২ এএম  (ভিজিটর : ১৭১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দিব্যি সুস্থ মানুষ প্রতিবন্ধী সেজে মহিলা ইউ পি সদস্যর পরিবারের ৫ সদস্যর নামে নিয়মিত ভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার শ্যামপুর  ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মাকসুদা বেগম তার নিজের নামসহ  স্বামী আব্দুল করিম, দুই মেয়ে  মাসুমা আক্তার, তাসলিমা আক্তার ছেলে মাসুম বিল্লাহর তারা সকলই  সুস্থ-সবল মানুষ। প্রতিবন্ধী ভাতার তালিকায় তাদের নাম পাওয়া যায় তাদের কেউ প্রতিবন্ধী না। 

স্থানীয়রা জানান, ইউ পি  সদস্য মাকসুদার পরিবারের ৫ সদস্যর মধ্যে কেউই প্রতিবন্ধী না। সবাই সুস্থ-সবল মানুষ। একজন মেম্বার হয়ে সরকারের সাথে প্রতারণা করেছে এর বিচার হওয়া দরকার। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত প্রতিবন্ধীরা।  

খোঁজ নিয়ে জানা যায়, ইউ পি সদস্য মাকসুদা বেগম নিজে হাসপাতাল ও সমাজসেবা অফিসের বিশেষ একটা চক্রকে ম্যানেজ করে জালিয়াতির মাধ্যমে সুস্থ মানুষদের নামে প্রতিবন্ধী মেডিকেল সনদ সংগ্রহ করেন। পরে সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী পরিচয়পত্র নিয়ে তাদেরকে প্রতিবন্ধী ভাতার তালিকায় নিয়ে আসেন।

অভিযুক্ত ইউপি সদস্য মাকসুদা বেগমসহ ৫ জন সদস্য কীভাবে প্রতিবন্ধী ভাতার তালিকায় নাম আসলো জানতে চাইলে তিনি বলেন আমি অনেক দূরে আছি  কাজে ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলছি। 

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম  বলেন, আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম সমাজসেবা অফিসার এবং ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । 

শিবগঞ্জ  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন  বলেন, অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

শিবগঞ্জ  উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন,  প্রতিবন্ধী মেডিকেল সনদ ও ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধী যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তালিকা আমাদের কাছে জমা দেয়া হয়। আমরা শুধু এটা বাস্তবায়ন করি। যদি কোনো অনিয়ম হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী বলেন, একজন ইউপি সদস্য হয়ে এইরকম কোন অনিয়মের সাথে জড়িত হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ২৯৪ তরুণ
মৌলভীবাজারে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সীমান্ত হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় বিক্ষোভ ও মানববন্ধন
ব্যবসায়ীর ঘরে টিসিবির পণ্য, জব্দ করল প্রশাসন

সর্বাধিক পঠিত

সাবেক মন্ত্রী গাজী পুত্র পাপ্পা'র পিএস হীরা গ্রেফতার
মুচলেকা দিয়ে ফের শিক্ষক লাঞ্ছিত করেছেন প্রধান শিক্ষক!
ভূঞাপুরে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু
বাঞ্ছারামপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
খোলা কাগজে সংবাদ প্রকাশের পর ব্রীজের দুইপাশে সংযোগ সড়কের কাজ শুরু

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close