পার্বত্য জেলা বান্দরবানে পুরাতন বছরকে বিদায় আর নতুন বাংলা বর্ষকে বরণ করার লক্ষ্যে বাংলার চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে সাধারণ জনগণের জন্য পান্তা-ইলিশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) বান্দরবান জেলা শাখা।
মঙ্গলবার (১৫ এপ্রিল ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) বান্দরবান জেলা শাখার আয়োজনে জেলা সদরের শহিদ আবু সাঈদ মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়।
এ সময় জেলার বিভিন্ন এলাকার সাধারণ জনগণ পান্তা-ইলিশের এ আয়োজনে শামিল হয়, আর সবাই পান্তা ভাতের সঙ্গে লবণ, শুকনো পোড়া মরিচ, পেঁয়াজ আর একটি করে ইলিশ মাছের স্বাদ গ্রহণ করে।
মনোরম এই আয়োজনে শিশু থেকে বয়োবৃদ্ধরাও অংশ নেয় এবং পান্তা-ইলিশের এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ প্রদান করেন।
এদিকে পান্তা-ইলিশে আয়োজনের আগে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে নববর্ষ উপলক্ষ্যে শহরের রাজারমাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়। শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) বান্দরবান জেলা শাখার আহ্বায়ক সাচিং প্রু জেরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ, সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস