পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মসজিদের মুয়াজ্জিন নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:৪১ পিএম (ভিজিটর : ১০৮)

ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার পাটিকাবাড়িতে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী নামে মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী একই এলাকার মৃত মফেজ মন্ডলের ছেলে এবং স্থানীয় খেজুরতলা খানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক(এসআই) নুরুনবী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী চালক ও সহযোগিকে মারধর করেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে চালক ও সহযোগিকে হেফাজতে নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় কুষ্টিয়া থেকে একটি পাথরবোঝাই ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। নওদাপাড়া বিশার মোড় এলাকায় পেছন থেকে ট্রাকটি মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটকিয়ে চালক ও সহযোগিকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
ক্যাম্প ইনচার্জ এসআই নুরুনবী বলেন, উত্তেজিত এলাকাবাসী ট্রাকের চালক ও সহযোগিকে মারধর করেছে। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা পুলিশের হেফাজতে আছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এখন নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেকে/এআর