সাতক্ষীরা সীমান্তের শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে ৯০টি হীরার নাকফুল জব্দ করেছে বিজিবি।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় হীরার নাকফুল জব্দ করা হয়। তবে এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, শ্রীরামপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে হীরার নাকফুল পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির অভিযান পরিচালিত হয়। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় এক ব্যক্তি।
পরে ব্যাগ তল্লাশি করে ৯০টি হীরার নাকফুল জব্দ করা হয়। জব্দকৃত নাকফুলের মূল্য প্রায় ২৩ লাখ টাকা। জব্দকৃত নাকফুলগুলো ট্রেজারি অফিমে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।
কেকে/এএস