শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫,
৫ বৈশাখ ১৪৩২
বাংলা English

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
শিরোনাম: হাইব্রিডে অতিষ্ঠ বিএনপি      রফতানি ঝুঁকিতে বাংলাদেশ      হরিয়ানায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ      স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা      রাজউকের মোবাইল কোর্টে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা      একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান      আলোচনায় সন্তুষ্ট নই, কঠোর আন্দোলনের ডাক আসবে      
গ্রামবাংলা
স্কুল মাঠ দখল করে পুকুর খননের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
হারিছ আহমেদ, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:৩১ পিএম  (ভিজিটর : ২৪১)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কিশোরগঞ্জে করিমগঞ্জে স্কুলের মাঠ দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ও তার ছোট ভাই করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলমের বিরুদ্ধে।

ঈদের ছুটির সুযোগের স্কুলে যাতায়াতের রাস্তা মেরামত করার নামে মাঠটি দখল করে পুকুর খনন করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত পুরান চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে গত ৭ এপ্রিল থেকে দেখা যায় এমন চিত্র।

পুকুর খননের সময় স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা জাহান ও এলাকাবাসী বাধা দিলে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় গ্রামবাসীর। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি বিদ্যালয়ের নামে দলিলভুক্ত ৫৪ শতাংশ জমিতে বিদ্যালয় ভবন ও খেলার মাঠ নির্মাণ করা হয়। ঈদের ছুটিতে হঠাৎ বিদ্যালয়ের জায়গায় অবৈধ এক্সাভেটর  (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে তার বাড়ি ভরাট ও ইটভাটায় বিক্রি করেছেন করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব ও তার লোকজন।

তবে মাটি কেটে স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা মেরামত করা হয়েছে এবং সরকার চাইলে যেকোনো সময় ভরে নিতে পারেন বলে জানিয়েছেন অভিযুক্তরা। স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা জাহান বলেন, ঈদের ছুটি শেষে তিনি স্কুলে এসে দেখেন স্কুলের মাঠে পুকুর খনন হচ্ছে। পরে তিনি অভিযুক্ত শিক্ষক মাহবুব আলমকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করলে তিনি স্কুলের রাস্তা মেরামত হচ্ছে বলে জানান। পরে প্রধান শিক্ষক মহমুদা জাহান খনন কাজে বাধা দিয়ে উপজেলা শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগ দেন।

সুতারপাড়া ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান আব্দুল হক ফকির বলেন স্কুলের এ জায়গাটি দীর্ঘদিন যাবৎ তাদের দখলে নেওয়ার পাঁয়তারা করছে। ইদানীং ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকার সুযোগে তারা স্কুল মাঠে পুকুর কখন করেছে।
করিমগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কুলের এডহক কমিটির সভাপতির মো. জালাল উদ্দিন বলেন, তিনি অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে তার সহকারী শিক্ষা অফিসারকে সরেজমিনে পাঠিয়ে খনন কাজ বন্ধ করান এবং সহকারী অফিসারকে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, অভিযোগটি পেয়ে আমি এসিল্যান্ডকে বলেছি তিনি খতিয়ে দেখছেন। করিমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহমুদ মোর্শেদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবসস্থা নেওয়া হবে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হাইব্রিডে অতিষ্ঠ বিএনপি
মালবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
রফতানি ঝুঁকিতে বাংলাদেশ
রাতের আধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আমিশাপাড়া বাজার
কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা

সর্বাধিক পঠিত

পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেফতার
ভূঞাপুরে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিবসহ আটক ৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আবু আবিদ
৫০ বছরের পুরনো পন্টুন নিয়ে গেছে বিআইডব্লিউটিএ
ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close