রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       আগামী নির্বাচন ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা       ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      
গ্রামবাংলা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া দিয়ে চলে নার্সের কাজ!
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:০১ পিএম  (ভিজিটর : ১৮১)
চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : প্রতিনিধি

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : প্রতিনিধি

ভোলার চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন নার্স থাকা সত্বেও আয়া ও ঝাড়ুদার দিয়ে চলছে শিশু কিশোর ও বয়স্কদের চিকিৎসা সেবার কার্যক্রম। এতে চিকিৎসা সেবা  থেকে বঞ্চিত হচ্ছে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আয়া জোসনা বেগম ও রোকেয়া বেগমকে এক শিশু ও নারী রুগীর চিকিৎসা দিতে দেখা গেছে। যদিও আয়াদের দাবী রোগীর  স্বজনরা তাদেরকে ডেকে নেন বলেই তারা রোগির ক্যানুলা, ইনজেকশন ও স্যালাইন পুষ করে দেন। 

অভিযোগ আছে, কর্তব্যরত নার্সদের দ্বায়িত্ব অবহেলার কারনেই রোগীরা বাধ্য হয়ে আয়া ও ঝাড়ুদারদেরকে দিয়ে সেবা নিচ্ছেন। তবে নার্সদের দাবী রোগীর তুলনায়  নার্স কম থাকার সুযোগে রুগীর স্বজনরা না ঝুঝে আয়াদের শরনাপন্ন হয়ে থাকে। আয়ারা গোপনে অনৈতিক ভাবে এসব অপকর্ম করেছেন। কর্মতর্কাদের বিষয়টি জানালেও কোন প্রতিকার মেলেনি।

জানাযায়, চরফ্যাসন উপজেলার ৭ লাখ মানুষের জন্য একটি মাত্র চিকিৎসা সেবার জন্য একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে। চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী ভাবে নিয়োগ প্রাপ্ত ১৭ জন নার্স রয়েছেন। এসব নার্সরা নিজেদের দ্বায়িত্ব অবহেলার কারনে বিপাকে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেবা প্রত্যাশীরা। এছাড়াও অভিযোগ রয়েছে অনৈতিক সুবিধা না পেয়ে সেবা দিচ্ছেনা দ্বয়িত্বপ্রাপ্ত নার্সরা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবী উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২৩ সনে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করা হয়েছে। তবে হয়নি জনবল ও অবকাঠামো উন্নয়ন। এতে মুখ থুবরে পরেছে উপজেলার ৭ লাখ মানুষের চিকৎসা সেবা। এ সুযোগে হাসপাতালে কর্মরত আয়া ও আউট সোসিংএ কর্মরত কর্মীরা অপকর্ম করে থাকেন।

রুগীর স্বজন মো. হানিফের অভিযোগ, হাসপাতালে কর্মরত নার্সরা নিজেরদের কাজে ব্যস্ত থাকেন। ভর্তিকৃত রুগী হাসপাতালে আসলে তাদেরকে খুজে পাওয়া যায়না। এছাড়ও ২শ থেকে ৩শ টাকা ছাড়া রুগীরা সেবা পাননা। এ সুযোগে আয়া ও ঝাড়ুদাররা গ্রাম থেকে আসা সহজ সরল মানুষদের ভূল বুঝিয়ে নিজেকে নার্স পরিচয় দিয়ে ১০০ টাকা নিয়ে একটি স্যালাইন ও ইনজেকশন পুষ করে দেন। গ্রামের মানুষ অল্প টাকায় সেবা পেতে আয়াদের কাছ থেকেই সেবা নিয়ে থাকেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবদুল্লাহপুর ইউনিয়নের নারী আসমা বেগম জানান, মঙ্গলবার দুপুরে তিনি তার ১ দিন বয়সী শিশুকে ঠান্ডা জনিত কারনে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এসময় নার্সদের কাছে গেলে আয়া জোসনা বেগম নার্স পরিচয় দিয়ে শিশুকে ইনজেকশন পুষ করেন। আয়া জোসনা ইনজেকশন পুষ করে ২০০ টাকা চাইলে তাকে ১০০ টাকা দেয়া হয়। পরবর্তীতে জানতে পারলাম নার্স পরিচয় দেয়া জোসনা হাসপাতালের আয়া।

অপর একজন সেবাপ্রত্যাশী জাহানপুর ইউনিয়নের আবুল কাশেম ফরাজী জানান, তিনি ডায়রিয়া সংক্রান্ত সমস্য নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্ত তার স্যালাইন দেয়ার জন্য কোন নার্সকে খুঁজে পাননি। পরে তিনি দেখতে পান জোসনা নামের  একজন আয়া অন্য এক রুগীকে স্যালাইন পুষ করছেন। এতে তিনি নার্সদের দেখা না পেয়ে বাধ্য হয়ে আয়াকে দিয়েই স্যালাইন পুষ করিয়েছেন।

আয়া জোসনা বেগম জানান, আমি আয়া হলেও আমি ক্যানোলা ও স্যালাইন পুষ করতে পারি, তাই রুগীরা ও তাদের স্বজনরা অনেক সময় ক্যানোলা ও স্যালাইন পুষ করতে আমাদেরকে ডাকেন। তাই আমরা করে থাকি। এতে মানুষের উপকার হয়। 

আউট সোর্সিং এ কর্মরত ঝাড়ুদার রোকেয়া বেগম জানান, নার্সরা কাজে ব্যস্ত থাকার কারনে রুগীরা আমাদেরকে স্যালাইন ও ইনজেকশন দিতে ডেকে নেন। তাই দিয়ে দেই। 

তারা এসব কাজ করতে পারেন কিনা জানতে চাইলে তিনি জানান, নার্সদের কাছ থেকে আমরা শিখে নিয়েছি। 

চরফ্যাসন হাসপাতালে দ্বায়িত্বপ্রাপ্ত নার্স ইনচার্জ অপরজিতা রানী জানান, নার্সরা সঙ্গে থাকলে আয়ারাও কাজ করতে পারে । এছড়া চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট তাই অনেক সময় আয়ারা কাজ করে থাকেন। 

টাকা নেয়া প্রসঙ্গে তিনি জানান, অনেকে সেবা পেয়ে নার্সদের খুশি হয়ে টাকা দিয়ে থাকেন । টাকা দিয়ে পড়ে যদি কেউ আবার অভিযোগ তুলেন তাহলে তো কিছু করার নাই।

চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, আয়ারা এসব কাজ করতে পারেনা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য কমপ্লেক্সে   আয়া   নার্স  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুরের মধ্যে পুরুষ লেমুর উদ্ধার
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক আটক ৩

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
টঙ্গীতে দুই শিশু হত্যায় গ্রেফতার মা
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সালথায় যুবকের লাশ উদ্ধার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close