দিনাজপুরের পার্বতীপুরে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় বদলি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপু পৌনে ১ টার দিকে টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজ কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। পরীক্ষার প্রথমদিন (১০ এপ্রিল) নির্ধারিত সময় সকাল ১০ টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়। এর পর আরও বেশ কিছু শিক্ষার্থীকে দরজা বন্ধ করে ১০১ নম্বর কক্ষে পরীক্ষা নিতে দেখা যায়।
এ ঘটনায় সংবাদ প্রচারের পর ওই কেন্দ্রের সচিব অধ্যক্ষ কাজী কাহাফুল ওয়ারা সালামী, ট্যাগ অফিসার এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিভাষ চন্দ্র বর্মনকসহ ঘটনার দিন ওই কক্ষে দায়িত্বপালনকারী শিক্ষককে অব্যাহত দেয়া হয়। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েমকে কেন্দ্র সচিব এবং উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা শাহীন আল মামুনকে ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়। দ্বিতীয় পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ওই কেন্দ্রে আজ ছিলো গনিত পরীক্ষা। কড়া নজরদারীর মধ্যদিয়ে চলছি সকল কার্যক্রম। এসময় কেন্দ্রের ১০৩ নম্বর কক্ষে রিফাত সরকার (যার রোল নং- ৫২১৪৫১, রেজিঃ ২৭০১৪৫৬৮১০, সেসন ২০২৩) নামে এক শিক্ষার্থীর পরিবর্তে বদলী পরীক্ষা দিতে আসে এক যুব। এসময় ওই যুবককে আটক করা হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়। তবে, রহস্যজনক কারণে কারণে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টরা আটক শিক্ষার্থীর নাম ঠিকানা দিতে অপারগতা প্রকাশ করেন। রোল রেজি অনুযায়ী রিফাত পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।
কেকে/ এমএস