রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
মঙ্গলবার (১৫ এপ্রিল) আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জাহাঙ্গীর (৪৯), শাহিন (২৫), আব্দুল কাদের (১৯), পরশ (৩৫), মিলন (৩২), জনি রহমান (৩০), মো: জনি (২৫), আব্দুল মালেক (২৫), সূর্য (২০), শামীম (৩০), মুকুল মোল্লা (৩৫), রবিন (২৭), কামরান (২৩), ইব্রাহিম (৩৯), রবিউল (২১), ফরিদুল (২৩), জিয়া জামান, আমিরুল ইসলাম (২৮), সেলিম (৩০), নাছির (১৯), শহিদুল ইসলাম (৩৫), মজিবুর রহমান (৫৫), জুয়েল (৪৩), জাকির হোসেন সুমন(৩৫), রাজা (৩৮), কামাল(৩২) মিম(২০) সুমন(২৪) তানজিম (২৩), রহিম বাদশা (৩৫), মৃদুল (১৯), টুটুল(২৫), শান্ত (১৯), ফাহিম (১৭), রনি (২৫) এবং রানা (৩০)।
এর আগেও বেশ কয়েকটি অভিযানে একাধিক অপরাধীদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানান, কেউ মাদক ব্যবসায়ী কেউ ছিনতাইকারী, কেউ আবার ডাকাতির ঘটনা এবং ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হন। মোহাম্মদপুর এলাকাটি ঘনবসতিপূণর্ হওয়ায় কারণে এখানে অপরাধের প্রবণতা বৃদ্ধি হয়ে থাকে বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় পুলিশও বিভিন্ন সময় অভিযান চালিয়ে অপরাধীদের আটক করার চেষ্টা চালিয়ে থাকে। কিন্তু এসব অপরাধী পুলিশ কর্তৃক গ্রেফতার হলেও অল্প দিনের মধ্যেই জামিনে বেড়িয়ে এসে আবারও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এভাবেই একেকজনের বিরুদ্ধে ৮-১০টি করে মামলার রয়েছে বলে জানান পুলিশ।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, এই জোনে যেখানেই অপরাধ সংঘটিত হবে সেখানেই পুলিশের প্রতিরোধ থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের এই অভিযান চলমান থাকবে।
কেকে/ এমএস