চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকা পরিদর্শন করেন হাসপাতাল নির্মাণ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ অন্যরা।
এ সময় তারা চর কলাগাছিতে থাকা ১’শ একর খাস জমির মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য ২০ একর জায়গা পরিদর্শন করেন।
এরপর চীনা কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে হাসপাতাল নির্মাণের জন্য সর্বউৎকৃষ্ট জায়গায় নির্ধারণ করবেন।
গঙ্গাচড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ‘হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে আজ গঙ্গাচড়ার একটি চর এলাকা পরিদর্শন করেছে কর্তৃপক্ষ। গঙ্গাচড়ায় আধুনিক মানের হাসপাতাল হলে নদী ভাঙ্গন কবলিত মানুষসহ উত্তরবঙ্গের বিপুল সংখ্যক জনগোষ্ঠি উপকৃত হবে।’
কেকে/ এমএস