বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
শিরোনাম: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল      ঢাকায় পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা      ৩ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব      ৬ দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ      প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল      পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন      জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র      
গ্রামবাংলা
পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
স্বেচ্ছাসেবক দল নেতার পিতার সংবাদ সম্মেলন
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮:১১ পিএম  (ভিজিটর : ৮৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসেনসহ একই এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন উপজেলার মনপাল গ্রামের মো. হাশমত আলীর ছেলে। এছাড়াও সাদ্দাম হোসেন নামের ওই পুলিশ সদস্যের দায়ের করা মিথ্যা মামলায় এলাকা ছাড়া হয়ে আছেন পারভেজ হোসেন, কাইয়ুম উদ্দিন সুমন, রনি, আনাস, জিসান, মশিউর, মাসুমসহ এলাকার আরও কয়েকজন। তারা এ হয়রানি থেকে রেহাই পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে লাকসামের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী এমরান হোসেনের পিতা মো. হাশমত আলী। অভিযুক্ত পুলিশ সদস্য সাদ্দাম ফেনী জেলা পুলিশে কর্মরত আছেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৩ এপ্রিল লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর দলীয় পোস্টার পুলিশ কনস্টেবল সাদ্দাম ও তার ভাই ছিঁড়ে ফেলে। এটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কনস্টেবল সাদ্দামের লোকজন বাদী হয়ে উল্টো থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে এবং নানাভাবে হুমকি ধমকি দিতে থাকে।

কিন্তু এ ঘটনার পর পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে ঘটে যাওয়া ঘটনাকে কিছু মিডিয়া দলীয় রূপ দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে “সেচ্ছাসেবক দল নেতা কুপিয়ে জখম করলেন পুলিশ কনস্টেবলকে” শিরোনামে যে সংবাদ প্রকাশ করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

সংবাদ সম্মেলনে ওই পুলিশ কনস্টেবল সাদ্দামের বিরুদ্ধে ছাত্রলীগের কোটায় নিয়োগ প্রাপ্তি, গত ২০১৩ সালে তার ভাইসহ ছাত্রলীগ ও যুবলীগের লোকজন দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা এমরানের বাড়িঘর, দোকানপাট জালিয়ে দেয়া, লুটপাট ও পরিবারের সদস্যদের ওপর অমানবিক নির্যাতনসহ ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত ছাত্র-জনতা ওপর তান্ডব চালায় বলে বলে অভিযোগ করা হয়।

এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত স্থানীয় মাস্টার মো. আব্দুল মোতালেব, মো. সাফায়েত উল্লাহ মজুমদার, মো. ওবায়েদুল হক মজমুদার, মো. মিজানুর রহমান মেম্বার প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। মূলত আমাদের দায়ের করা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতেই তারা সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুল তথ্য ছড়াচ্ছে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে উলামাদল নেতার নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল
ঢাকায় পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা
অদৃশ্য কারণে বিলম্বিত হচ্ছে রামগঞ্জের কাঁচাবাজারের ইজারা
৩ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব

সর্বাধিক পঠিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল কাট মার্ক
বৈশাখের দ্বিতীয় দিনেও উৎসবে মেতে ছিলো বাঞ্ছারামপুরের জনপথ
বাঞ্ছারামপুরে প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে এক পাঠাগার
চাকরি থেকে পদত্যাগ করেছেন কুবি শিক্ষক অধ্যাপক নাদিয়া
মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close