পার্লামেন্টে আইন পাস করে ইসরায়েলের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে দক্ষিণ এশিয়ার পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির পার্লামেন্টে নিষেধাজ্ঞা-সংক্রান্ত আইনের অনুমোদন দেওয়া হয়। এর পরপরই তাতে অনুসমর্থন জানান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে এবং জাতিগত নিধনের যে কর্মকাণ্ড চালাচ্ছে, তার জবাবে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেছে (আইনের প্রতি প্রেসিডেন্ট মুইজ্জুর) এই অনুসমর্থন। ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সংহতি পুনর্ব্যক্ত করছে মালদ্বীপ।’
আইন পাসের সঙ্গে সঙ্গে ইসরায়েলিদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। এ আইন পাসের জন্য আগে থেকেই বিরোধী দলগুলো এবং সরকারের মিত্ররা মুইজ্জুকে চাপ দিচ্ছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও গত বছর তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছিল।
পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্যস্থল মালদ্বীপ। গত ফেব্রুয়ারিতে দেশটি ভ্রমণ করেছিলেন ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটক। তাঁদের মধ্যে ৫৯ জন ছিলেন ইসরায়েলি। এর আগেও ইসরায়েলি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপ। পরে নব্বইয়ের দশকের শুরুর দিকে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০১০ সালে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও এগোয় দেশ দুটি। খবর: এএফপি
কেকে/এজে