আন্তর্জাতিক চীনা ভাষা দিবস ২০২৫ উপলক্ষে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে (এসএমইউসিটি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে 'Chinese Language: A Gift Across Time and Space' প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে শান্ত-মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও খ্যাতনামা চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন ও বাংলা বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ আজিজুল হক, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান এবং শান্ত-মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের চায়নিজ ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর Zhang Xi।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্ত-মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক Amy Zhong। তিনি চীনা ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
দিবসটি উপলক্ষে চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন স্বাদের চা পরিবেশন করা হয় এবং চীনা বর্ণমালা, শব্দ ও বাক্যসমূহ দৃষ্টিনন্দন অলংকরণে উপস্থাপন করা হয়। অতিথিবৃন্দ চীনা ভাষা শিক্ষার গুরুত্ব, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আন্তর্জাতিক পরিসরে ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে শান্ত-মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কেকে/এএম