বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
শিরোনাম: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল      ঢাকায় পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা      ৩ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব      ৬ দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ      প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল      পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন      জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র      
গ্রামবাংলা
কুমিল্লায় তিয়ানশির প্রতারণার ফাঁদে শিক্ষার্থী ও তরুণরা
শাহ ইমরান, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৯:৫৪ পিএম  (ভিজিটর : ১১২)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান ফামিদুল হাসান। কিশোর বয়স থেকেই পরিবার চালানোর দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। চৌদ্দগ্রাম থেকে স্বপ্ন নিয়ে কুমিল্লা শহরে এসেছেন, ভর্তি হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগে। ক্লাস শেষে ছুটে বেড়ান টিউশনি করতে সেই টাকায় চলে থাকা, পড়াশোনা, আর অসুস্থ মায়ের ওষুধ কেনা।

ভালো চাকরি করে মায়ের মুখে হাসি ফোটানোর আশাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। কিন্তু সেই স্বপ্নটাই এখন দুঃস্বপ্ন হয়ে ঘুরপাক খায় ফামিদুলের মনে। কারণ, ‘ভালো চাকুরি ও ‘লাখপতি হওয়ার’ প্রলোভনে পড়ে নিজের টিউশনির টাকা দিয়ে বিনিয়োগ করেন ‘তিয়ানশি’ নামের এক তথাকথিত চাইনিজ কোম্পানিতে।

ফাহিমুদ বলেন, আমি শুধু একটা ভালো জীবন চেয়েছিলাম। মা’কে ভালো রাখতে চেয়েছিলাম। এখন তো তাকে বলতেও পারি না ওই টাকাটা আমি হারিয়ে ফেলেছি। শুধু আমি নয় অনেক কিশোর বয়সী ছেলে ও মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে নিয়ে আসেন এবং ভর্তি করিয়ে দেন এই তিয়ানশিতে। 
হোমটেইনাররা বলেন যে ট্রেনিংয়ে একজন আনতে পারবে তাকে এক হাজার টাকা দেওয়া হবে। এবং প্রোডাক্ট বিক্রি করতে পারলে তাকে পারসেন্টিস দেওয়া হবে। 

এই গল্প শুধু ফামিদুলের একার নয়। তাঁর মতো শত শত শিক্ষার্থী আজ একই প্রতারণার শিকার। নিষিদ্ধ মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ‘তিয়ানশি’ আবারও সক্রিয় হয়ে উঠেছে কুমিল্লায়।

নগরীর কান্দিরপাড় এলাকার খন্দকার টাওয়ারের ৮ম তলায় চলছে নিয়মিত সভা, প্রশিক্ষণ ও পণ্যের প্রচার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে চক্রটি রীতিমতো ‘চাকরি ও বিদেশ’ এর নামে ফাঁদ পাতছে শিক্ষার্থীদের জন্য।

২০১৫ সালে সরকার বাংলাদেশে এমএলএম ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করে। তিয়ানশি তার কার্যক্রম বন্ধ করলেও, সম্প্রতি আবার ‘চাইনিজ হেলথ প্রোডাক্ট’ এর মোড়কে চালু করেছে প্রতারণা। 

প্রতিষ্ঠানটি সদস্য সংগ্রহে ব্যবহার করছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, ‘বড় ভাই’ বা ‘আপু’দের। শুরুতে ৫ থেকে ১০ হাজার টাকা ‘ইনভেস্টমেন্ট’ চাওয়া হয়, পরে ধাপে ধাপে আদায় করা হয় আরও হাজার হাজার লাখ লাখ টাকা।

ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নুসরাত জাহান বলেন, ‘মেসে ওঠার পর এক আপু পরিচয় দেয় তিয়ানশির। সেমিনারে গিয়ে শুনি বিদেশে যাওয়ার সুযোগ, লাখপতি হওয়ার স্বপ্ন। আমি ২০ হাজার টাকা দিয়েছি। এখন বুঝতে পারছি, এ তো একটা ফাঁদ ছিল।’

তিয়ানশি’র পণ্যের মধ্যে রয়েছে হারবাল চা, ব্যথানাশক তেল, দাঁতের পেস্ট, ক্যালসিয়াম ট্যাবলেট ইত্যাদি। নেই কোন বিএসটিআই অনুমোদন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘তিয়ানশির মতো চক্র কেবল টাকা নয়, শিক্ষার্থীদের স্বপ্নও ছিনিয়ে নেয়। আমরা যারা পরিবারকে সাহায্য করতে চাই, জীবনে কিছু হতে চাই—তাদের জন্য এসব প্রলোভন ভয়ানক। একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল।’

তিয়ানশির স্থানীয় এক কর্মকর্তা হাবিবুর রহমান অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন,‘আমরা প্রোডাক্ট বিক্রি করি, কেউ চাইলে মেম্বার হয়। জোর করে টাকা নেই না। তিয়ানশি ৩৩ বছর ধরে আন্তর্জাতিকভাবে কাজ করছে।’

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান রওনক আরা বেগম বলেন, এই চক্রগুলো তরুণদের এমনভাবে আকৃষ্ট করে যেন জীবন বদলে যাবে। বাস্তবে তারা হারায় অর্থ, সময় আর আত্মবিশ্বাস। শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও অভিভাবকদের সমন্বয়ে এদের থামাতে হবে।

জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের কাছে কিছু তথ্য এসেছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক বলেন, ‘তিয়ানশির বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে উলামাদল নেতার নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল
ঢাকায় পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা
অদৃশ্য কারণে বিলম্বিত হচ্ছে রামগঞ্জের কাঁচাবাজারের ইজারা
৩ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব

সর্বাধিক পঠিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল কাট মার্ক
বৈশাখের দ্বিতীয় দিনেও উৎসবে মেতে ছিলো বাঞ্ছারামপুরের জনপথ
বাঞ্ছারামপুরে প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে এক পাঠাগার
চাকরি থেকে পদত্যাগ করেছেন কুবি শিক্ষক অধ্যাপক নাদিয়া
মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close