বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিএনপিকে নিয়ে কী ভাবছে ভারত      মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা      নাফ নদে নতুন আতঙ্ক আরাকান আর্মি       বিনিয়োগ শঙ্কায় ব্যবসায়ীরা      প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ      ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব      এলডিসি থেকে উত্তরণে কোনো সেক্টরের যেন ক্ষতি না হয়: প্রধান উপদেষ্টা      
গ্রামবাংলা
বৈশাখের দ্বিতীয় দিনেও উৎসবে মেতে ছিলো বাঞ্ছারামপুরের জনপথ
বাঞ্ছারামপুর, (ব্রাহ্মণবা‌ড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১০:৫৮ পিএম  (ভিজিটর : ১৫২)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বাংলা নববর্ষের প্রথম দিনের আমেজ কাটতে না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গ্রামগঞ্জে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা গেছে দ্বিতীয় দিনেও। স্থানীয়ভাবে একে অনেকে ‘দ্বিতীয় বৈশাখ’ বলে ডাকেন। এ দিনেও গ্রামের মানুষের মধ্যে থাকে নানা রকম ঐতিহ্যবাহী আয়োজন আর মিলনমেলার আমেজ।

বাঞ্ছারামপুরের রুপসদী, ফরদাবাদ, দরিকান্দি, গোপিনাথপুর, উজানচর, আইয়ুবপুরসহ বিভিন্ন গ্রামে সকালে আয়োজন করা হয় খিচুড়ি, পাঁপড়, ভর্তা আর গরম গরম শাকের ভোজ। কোথাও আবার পান্তা ভাত আর ভাজা মাছ দিয়েও চলে বৈশাখের দ্বিতীয় দিনের বিশেষ খাবার আয়োজন।

শিশু-কিশোররা দল বেঁধে গ্রামের ঝোপঝাড়, আমগাছের তলা, বাঁশবাগান থেকে আম কুড়ানোর ধুম ফেলে। কেউ কেউ বড়শি হাতে নিয়ে ছুটে যায় পুকুরপাড়ে। কোথাও কোথাও বড়রা পুরোনো দিনের লাঠিখেলা, হাডুডু, দাড়িয়াবান্ধার আসর বসান।

রুপসদী গ্রামের প্রবীণ শিক্ষক আব্দুল মতিন মিয়া বলেন, ‘আমাদের শৈশবে বৈশাখের দ্বিতীয় দিনেও জমজমাট উৎসব হতো। আম কুড়ানো, বড়শি দিয়ে মাছ ধরা, হাডুডুর মাঠ মুখর থাকতো। এখনো আমরা এই ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা করি।’

দরিকান্দি গ্রামের তরুণ আপেল মাহমুদ জানান, ‘বন্ধুদের নিয়ে সকাল থেকে খিচুড়ি রান্না করেছি। এরপর আম কুড়ানোর প্রতিযোগিতা হয়েছে। বিকেলে হবে হাডুডু খেলা। বৈশাখের দ্বিতীয় দিনটাও আমাদের কাছে ভীষণ আনন্দের।’

ফরদাবাদ গ্রামের আবু ইউসুফ বলেন, ‘প্রথম দিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দিনেও মেলার মতো উৎসব হয় আমাদের গ্রামে। ছোট-বড় সবাই অংশ নেয়।’

উজানচর গ্রামের গৃহবধূ রো‌জিনা আক্তার বলেন, ‘প্রতিবছর এই দিনে আমরা পরিবারের সবাই মিলে খিচুড়ি রান্না করি। দুপুরের পর পুকুরপাড়ে যাই, ছেলে-মেয়েরা আম কুড়ায়। এটা আমাদের পরিবারের অনেক দিনের অভ্যাস।’

এদিকে, বাঞ্ছারামপুরের স্থানীয় বাজারগুলোতেও এদিন ছিলো ব্যাপক ভিড়। শিশুদের খেলনা, দেশি খাবার আর গ্রামীণ হস্তশিল্প বিক্রেতাদের মুখে ছিলো আনন্দের হাসি।
প্রবীণরা জানান, বৈশাখের দ্বিতীয় দিনের এই উৎসব-আয়োজন গ্রামীণ সমাজকে একত্রিত করে। তারা চান, এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকুক।

বৈশাখের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটিও বাঞ্ছারামপুরের জনপদে বয়ে আনে প্রাণের উচ্ছ্বাস, মিলনমেলা আর শিকড়ের টান।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বৈশাখ   উৎসব   বাঞ্ছারামপুর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপিকে নিয়ে কী ভাবছে ভারত
মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা
নাফ নদে নতুন আতঙ্ক আরাকান আর্মি
বিনিয়োগ শঙ্কায় ব্যবসায়ীরা
বাঞ্ছারামপুরে প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে এক পাঠাগার

সর্বাধিক পঠিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল কাট মার্ক
চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণের লক্ষ্যে তিস্তার তীরবর্তী এলাকা পরিদর্শন
ডোমারে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাটি মিথ্যা
গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close