বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
শিরোনাম: বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র      ‘নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে’      ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন      প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল      ঢাকায় পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা      ৩ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব      ৬ দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ      
প্রিয় ক্যাম্পাস
স্ক্রলচিত্রে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের গল্প
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ এএম আপডেট: ১৬.০৪.২০২৫ ১:৩০ পিএম  (ভিজিটর : ১০৯)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গ্রামীণ এক নারী মেঝেতে বসে নিজ হাতে শীতলপাটি বুনছেন। পাশেই চলছে গরুদৌড় প্রতিযোগিতা। তার পাশে কিছু মানুষ হাডুডু খেলছে। আরেকটু দূরেই সাঁকো পার হচ্ছে কয়েকজন কিশোর। সাইকেলের চাকা দিয়ে খেলা করছেন আরেকজন। এযেন কয়েক দশক আগের গ্রাম-বাংলার হুবহু উপস্থাপন। দৃশ্যটি পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত একটি স্ক্রলচিত্র প্রদর্শনীর। 

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।

'গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যমালা' শীর্ষক এক দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছেন রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. আবদুস সোবাহান (হীরা সোবাহান)। 

বাংলাদেশে এর আগে এত বড় স্ক্রিলচিত্র কখনোই প্রদর্শিত হয়নি বলে জানান অধ্যাপক আব্দুস সোবাহান। সোমবার বেলা সাড়ে এগাররোটার দিকে দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ হাসান নকীব। পরে প্রদর্শনীটি ঘুরে দেখেন তিনি।

এ সময় উপাচার্য বলেন, শিল্পী অধ্যাপক আব্দুস সোবাহানের এই সৃষ্টিকর্ম দেখে খুবই ভালো লাগল। কয়েক দশক আগেও যেসব জিনিস আমরা দেখতে পেতাম, অথচ এখন সচরাচর দেখা যায় না— এমন অনেকগুলো বিষয় তিনি তার শিল্পকর্মে তুলে ধরেছেন। শিল্পকর্মগুলো আমাকে আমার শৈশব ও আগেকার দিনের গ্রামীণ সমাজের কথা স্মরণ করিয়ে দিয়েছে। এভাবেই নিজেদের অতীত ইতিহাসকে সংরক্ষণ করতে পারি আমরা।

নিজের এই একক প্রদর্শনীর বিষয়ে অধ্যাপক আব্দুস সোবাহান বলেন, আমরা চারুশিল্পীরা রঙ ও তুলির ছোঁয়ায় ক্যানভাস রাঙিয়ে তুলি। যেখানে ফুটে উঠে আমাদের প্রকৃতি, আমাদের গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্য এবং লোকজ সংস্কৃতি। একজন চারুশিল্পী হিসেবে আমিও এসব বিয়বস্তকে নিয়ে ক্যানভাস পরিতলে দুইমাসের প্রচেষ্টায় ৩০০ ফুট দৈর্ঘ্যের ও ২ ফুট প্রস্থের  (মিশ্রমাধ্যম) একটি স্ক্রলচিত্র অঙ্কন করেছি।

তিনি আরো বলেন, স্ক্রলচিত্রটিতে স্থান পেয়েছে দেশের গ্রাম-বাংলার হারানো লোকজ-ঐতিহ্য। বিভিন্ন উৎসব (বাংলা নববর্ষ, নবান্ন, পৌষসংক্রান্তি), কারুশিল্প, মৃৎশিল্প, লোকমেলা, লোকসংগীত, লোকসাহিত্য, ঐতিহ্যবাহী খেলাধুলা, শৈশব, মাছধরা, প্রাত্যহিক ব্যবহৃত বিষয়বস্তু ইত্যাদি। আমার জানা মতে, ৩০০×২ ফিট দৈর্ঘ্যের পেইন্টিং বাংলাদেশে ইতোপূর্বে প্রদর্শিত হয়নি।

কেকে/এআর/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

করিমগঞ্জে বিদ্যালয় মাঠের মাটি ভরাট কাজের উদ্বোধন
রংপুরে দোকানপাট বন্ধ রেখে ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নজিরবিহীন বিক্ষোভ
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র
সুন্দরবনে বাংলাদেশের সীমানায় ঢুকে জেলেদের ওপর বিএসএফের হামলা
‘নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে’

সর্বাধিক পঠিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল কাট মার্ক
বাঞ্ছারামপুরে প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে এক পাঠাগার
বৈশাখের দ্বিতীয় দিনেও উৎসবে মেতে ছিলো বাঞ্ছারামপুরের জনপথ
ধামরাইয়ে ‘জুলাই ২৪’ শহিদ সাদের নামে রাস্তার কাজ উদ্বোধন
২৭ ঘন্টা পর লেক থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close