ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন এবং চালকসহ আরো তিনজন আহত হন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মহাসড়কের বড়হর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা পাঁচঘাট গ্রামের গোলাম হোসেনের স্ত্রী রুমা আক্তার (৪৫)। নিহত নারী ৯ সন্তানের জননী। আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা অটোরিকশাচালক আবুল হোসেন (৪০) জানান, আজ রাত ৩টার দিকে সিএনজিটি ঢাকা থেকে পাকুন্দিয়া যাওয়ার সময় হঠাৎ ব্রেক ফেল করে খাদে পড়ে যায়। এ সময় এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সকালে নিহতের বোন ঘটনাস্থলে এসেছিল। পরে বোনের লাশ দেখতে হাসপাতালে চলে গেছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি এখনো খাদে পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সড়ক দুর্ঘটনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, বিশেষ করে ঢাকা কিশোরগঞ্জ কাপাসিয়ার এলাকায় যেখানে রাস্তাগুলো বেশ আঁকা বাঁকা। এ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মহম্মদ আবদুল বারিক খোলা কাগজকে জানান, নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস