শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের দুবার নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা আইয়ুব আলী সরকার মারা গেছেন।
বুধবার (১৬ এপ্রিল) ভোর রাতে তিনি নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত একটা পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের কাজে পরিষদেই ব্যস্ত ছিলেন। বাড়ি ফিরে খাওয়া-দাওয়া শেষে নিজকক্ষে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ছয়টার দিকে তার সহধর্মিণী ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে পরিবারে অন্যদের ডাকাডাকি করেন। পরে পরিবারের লোকজন তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে আরো জানা যায়, ঘুমানোর আগে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে গ্যাস্ট্রিক ভেবে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থাতেই তিনি মারা যান।
আইয়ুব আলী, সরকারি নাজমুল স্মৃতি কলেজের সবশেষ ছাত্র সংসদের এজিএস ছিলেন। এছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জ্বল ও সদালাপি ছিলেন তিনি।
আজ বাদ আসর গোজাকুড়া নতুন কবরস্থান মাঠে তার নামাজের জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হবে।
কেকে/এএস