বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
শিরোনাম: সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের      জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা      আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান      বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র      ‘নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে’      ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন      প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল      
গ্রামবাংলা
অদৃশ্য কারণে বিলম্বিত হচ্ছে রামগঞ্জের কাঁচাবাজারের ইজারা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২:০৬ পিএম  (ভিজিটর : ৭৬)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

লক্ষ্মীপুরের রামগঞ্জের পৌরসভার মাছ-মাংস ও কাঁচাবাজারের ইজারা কার স্বার্থে, কেন নয়, নিয়ম মেনে স্থানান্তরে এখন বাধা কোথায়? কেন এতো বিলম্বিত? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পৌরবাসীর মননে আর মগজে। উপরন্তু যাদের পদক্ষেপ নেওয়ার কথা অদৃশ্য কারণে তারাও নির্বাক!
 
রামগঞ্জ পৌরসভার অধীনে নির্মিত আধুনিক দোতলা মার্কেটটি ২০২৩ সালে শেষ হওয়ার পরেও মাছ-মাংস ও সবজির বাজার সেখানে স্থানান্তর করা হয়নি। ৫ আগস্টের পরও বাজারটি যথাস্থানে স্থানান্তরিত করা হয়নি বরং ব্যক্তিগত জায়গায় বাজার চালু রেখে তা ইজারা দেওয়া হয়েছে। এমন গুরুত্বপূর্ণ সরকারি সম্পদ রেখে কার পকেট ভারি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে পৌরবাসীর মধ্যে।

২০২২-২০২৩ অর্থবছরে পৌর মাছ-মাংস ও কাঁচাবাজারের জন্য নিয়ম অনুযায়ী টেন্ডার আহ্বান না করে, ব্যক্তিগতভাবে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে তৎকালীন মেয়র আবুল খায়ের পাটোয়ারীর বিরুদ্ধে। এতে প্রায় ৪০ লক্ষ টাকা রাজস্ব হারিয়েছে পৌরসভা, যা ব্যবহার হতে পারত পৌরসভার উন্নয়নমূলক কাজে।

জানা যায়, ২০২০ সালের শেষের দিকে পৌর কর্তৃপক্ষ আঙ্গারপাড়া এলাকার ব্যবসায়ী ছালেহ আহম্মদের কাছ থেকে মাছ ও কাঁচাবাজারের জন্য ১ লক্ষ টাকায় জায়গা লিজ নেয়। সেখানে ৮ লক্ষ টাকা ব্যয়ে সেড নির্মাণ করা হয় এবং ২০২১ সালে ১৮ লক্ষ টাকায় বাজারটি ইজারা দেওয়া হয়। তবে পরবর্তীতে ২০২২ ও ২০২৩ সালে নিয়মিত টেন্ডার না করে ব্যক্তিগতভাবে মাছ ব্যবসায়ী নজির আহম্মদকে বছরে ২০ লক্ষ টাকায় মৌখিকভাবে ইজারা দেওয়া হয়। সেই থেকে এই পর্যন্ত এক নজিরেই সীমাবদ্ধ রামগঞ্জ মাছ বাজার।

ব্যবসায়ী নজির আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, তিনি মেয়রের সঙ্গে চুক্তি মোতাবেক প্রতিবছর ২০ লক্ষ টাকা দিচ্ছেন। অন্যদিকে, জায়গার মালিক ছালেহ আহম্মদ দাবি করেছেন, মেয়র তার কাছ থেকে জায়গা লিজ নিয়ে চুক্তি ভঙ্গ করেছেন এবং গত বছর লিজ নবায়নের নামে সময় চেয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন।

পৌরসভার একজন সাবেক কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী পৌরসভার আয়ের একটি বড় অংশ মাছ ও কাঁচাবাজার থেকে আসে। অথচ এভাবে বিধিবিধান উপেক্ষা করে ব্যক্তিগত ইজারা দেওয়ার বিষয়টি অস্বচ্ছ এবং অগ্রহণযোগ্য।
পৌরবাসীর মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, পৌর এলাকায় রাস্তাঘাটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষ। এ ৪০ লক্ষ টাকার রাজস্ব আদায় হলে অন্তত কয়েকটি রাস্তা সংস্কার করা যেত।

জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত আধুনিক মার্কেট চালু না করে কারা এই অর্থ আত্মসাৎ করছে, তা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। এছাড়াও জনগণের স্বার্থে দ্রুত নতুন মার্কেটটি চালু করা হোক এবং এই অনিয়মের তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করারও জোর দাবি জানিয়েছেন তারা।

কেকে/এএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে আইওএম’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১
কুয়েটে ভিসির পদত্যাগের পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি বিক্ষোভ
সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
বকশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

মুচলেকা দিয়ে ফের শিক্ষক লাঞ্ছিত করেছেন প্রধান শিক্ষক!
ধামরাইয়ে ‘জুলাই ২৪’ শহিদ সাদের নামে রাস্তার কাজ উদ্বোধন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল
ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে অটোরিকশা খাদে পড়ে নিহত ১ আহত ৩
উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ, থানায় মামলা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close