জামালপুরের বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে নাশকতার মিথ্যা মামলায় ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী উলামাদলের উপজেলা শাখার সদস্য হামিদুর রহমান।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের কুঁড়েঘর রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান বলেন, আমি ২০২১ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। আমার ছেলেও বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে মধ্য পলাশতলা গ্রামের আমার চাচাতো ভাই মাসুদ রানা আমাকে হেয় প্রতিপন্ন করে আসছে। সর্বশেষ মাসুদ রানার প্ররোচণায় গত মার্চ মাসে আমাকে নাশকতার মিথ্যা মামলায় ফাঁসানো হয়।
একইসঙ্গে সহযোগী মুক্তিযোদ্ধা বানানো নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। আমি এ সবের মধ্যে জড়িত নেই। তাই আমি মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি মামলাবাজ মাসুদ রানাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপজেলা উলামা দলের সভাপতি মওলানা রুহুল আমিন, বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও বাট্টাজোড় ইউনিয়ন উলামা দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
কেকে/এএস