ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্টে নিহত শহিদ সাদের স্মৃতিরক্ষায় ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডে শহিদ সাদের নামে একটি রাস্তার কাজ উদ্বোধন করেছে পৌর প্রশাসন।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনীক এ রাস্তার কাজ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
পৌর প্রশাসন জানায়, পৌরসভার ১নং ওয়ার্ডের ধামরাই কালামপুর সড়ক হতে কান্দিকুল পর্যন্ত একটি এবং অপরপাশে আইঙ্গন কবরস্থান পর্যন্ত আরো একটি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। এ রাস্তা দুটোর কাজ সম্পূর্ণ হলে এ এলাকার জনদুর্ভোগ নিরসন হবে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’ শহিদ সাদের নামে এ রাস্তা দুটির নামকরণ করা হয়েছে। অচিরেই রাস্তার কাজ সম্পূর্ণ হবে। ধামরাই পৌরসভার জনগণের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কেকে/এএস