কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মোলামখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে মাটি ভরাট কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, করিমগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বকুল, নোয়াবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যালয়ের সামনে পুকুর থাকায় মাঠের বেশিরভাগ অংশ ধসে গিয়ে পুকুরে একাকার হয়ে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শিক্ষক ও অভিভাবকরা উদ্বিগ্ন। অন্যদিকে মাঠ না থাকায় তাদের খেলাধুলাও বন্ধ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ মতিউর রহমান জানান, স্থানীয় একটি মহল মাঠ উদ্ধারে বাধা দিয়ে যাচ্ছিল। সম্প্রতি এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনার মাধ্যমে মাটি ভরাট করে মাঠ উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রধান শিক্ষক আরো জানান, বিদ্যালয়ের ৫৯ শতাংশ জমি রয়েছে। কিন্তু সীমানা চিহ্নিত না থাকায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করা যাচ্ছে না। অথচ সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ এসেছে। মাটি ভরাটের পর সীমানা প্রাচীর নির্মাণ করা হবে বলে জানান তিনি।
বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর একতলা ভবনটি নির্মাণ করা হয় ১৯৯৪-৯৫ সালে। বর্তমানে ভবনটির অনেকাংশে ফাটল ধরেছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষক কর্মরত ও ১১০ জন শিক্ষার্থী রয়েছে। ভবনে ফাটলের কারণে ঝুঁকি নিয়েই শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কেকে/এএস