পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ব্যবসাবিষয়ক উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ বিষয়ক জাতীয় সম্মেলন।
বুধবার (১৬ এপ্রিল) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলন দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জন’। উদ্যোক্তা বিকাশে প্রযুক্তিনির্ভর ধারণা ছড়িয়ে দিতে এবং টেকসই ব্যবসায়িক মডেলের সম্ভাবনা অন্বেষণে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করবে বলে জানান আয়োজকরা।
সম্মেলনে জমা পড়া ৪০টি গবেষণাপত্রের মধ্য থেকে বাছাই করা হয়েছে ২৭টি প্রবন্ধ। এগুলো উপস্থাপন করা হয় পাঁচটি ভিন্ন ট্র্যাকে—হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, অর্থনীতি ও ফাইন্যান্স, ব্যবস্থাপনা-১, ব্যবস্থাপনা-২, মার্কেটিং ও পর্যটন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.শামীম আহসান। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, গবেষক ও শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, আমি যখন এ বিশ্ববিদ্যালয়ে উপচার্য হিসেবে জয়েন করি। শিক্ষার মান ও শিক্ষার্থীদের গবেষণা উন্নয়নের লক্ষ্যে জাতীয় কনফারেন্স করার পরিকল্পনা করি। এর অংশ হিসেবে আজকে ব্যবসা শিক্ষা অনুষদ আয়োজন করে। পর্যায়ক্রমে মানবিক, প্রকৌশলী, বিজ্ঞান অনুষদে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি এই সেশনগুলো তোমাদের জ্ঞান আরোহণের সুযোগ ও নতুন উদ্ভাবনী চিন্তা বাড়াতে সহায়ক হবে।
অর্থ কোনো বিষয় নয়, বিষয় হলো তোমার উদ্ভাবনী আইডিয়া। তুমি যদি ইফেক্টিভ সব আইডিয়া জেনারেট করতে পারো, তুমিই সফল হতে পারবে। একটু তাকালেই খুলনার আকিজ উদ্দিনকে দেখো, যার জন্ম খুলনার ফুলতলায়। ব্রিটিশ আমলে সে কলকাতায় চলে যায় চাকরি খুঁজতে। মাত্র ১৬ টাকা নিয়ে সেখানে গিয়ে থাকার কোনো জায়গা না পেয়ে শিয়ালদা স্টেশনে থাকতে শুরু করেন এবং দিনে মাত্র ছয় আনার ছাতু খেয়ে দিন পার করতেন।
এভাবেই আস্তে আস্তে ছয় আনার একটা ভ্যারাইটিজ দোকান খুলে বসেন, যেখানে সব পণ্যের মূল্য ছয় আনা। এখন যেমন আমেরিকা, কানাডায় নাইনটি নাইন শপ তুমুল জনপ্রিয় ঠিক তেমনি আকিজ সাহেবের ছয় আনার দোকান অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এভাবে যদি নতুন নতুন আইডিয়া জেনারেট করা যায় তাহলেই অর্থ কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো আইডিয়া।
ভবিষ্যতের জন্য তোমার ব্যবসায়িক আইডিয়া উন্নয়ন করো। রাজনৈতিক গতিশীলতা বদলে গেছে। প্রথাগত রাজনীতি ভবিষ্যতে আর কার্যকর হবে না। ভবিষ্যতের রাজনীতি হবে অর্থনীতিকে কেন্দ্র করে। তোমাদের অর্থনৈতিক অবস্থান যত শক্তিশালী হবে, ততই তুমি দেশকে নেতৃত্ব দিতে পারবে। বিশ্বকে শাসন করতে পারবে।
সম্মেলনের মূল বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. নূর উন নবী। এছাড়া শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে ‘বিজনেস ব্রিলিয়ান্স’ সেগমেন্টে বক্তব্য দেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।
সম্মেলনের আহ্বায়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেন, এই সম্মেলনের মাধ্যমে তরুণ গবেষক ও শিক্ষার্থীরা টেকসই ব্যবসার ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এটি দেশের একাডেমিক ও শিল্প খাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে।
কেকে/এএস