জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ২০ পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার ( ১৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুদানের এ চেক তুলে দেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মো. মনিরুজ্জামান, সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো. মঈনুদ্দিন আহমদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হান, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের সংগঠক তরিকুল সুজন প্রমুখ।
এ সময় শহিদ বীর পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, যে মা তার সন্তান হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়ে আমাদের কোনো আয়োজনেই তাদের মন জয় করতে পারবে না।
তিনি আরো বলেন, তারা যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই আন্দোলন করেছিল, তারা যে দেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করেছিল, আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ স্বার্থক হবে। তাদের ত্যাগই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।
কেকে/এএস