ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় ছাত্রসংসদের ভিপি ইকবাল কবিরের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে মিল্লাতের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
মিছিলটি মাদ্রাসার ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা হয়ে শফিউদ্দিন একাডেমি ঘুরে এশিয়া পাম্পের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বিভিন্ন স্লোগান ‘ফিলিস্তিন চায় কি আজাদী, আজাদী’, ‘১বয়কট বয়কট ইসরায়েল বয়কট’, ‘বিশ্ব মুসলিম এক হও, লড়াই কর’, এমন গর্জন আর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, গাজায় মুসলমানদের রক্তে যে হোলি খেলা চলছে, তা বিশ্ব বিবেকের জন্য লজ্জাজনক। এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা শুধু মুসলিম জাতির নয়, মানবতার প্রশ্ন।
বিশেষ অতিথির বক্তব্যে তা'মীরুল মিল্লাত টঙ্গীর সহকারী অধ্যাপক ইসহাক আলী বলেন, ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এই সচেতন ভূমিকা আমাদের আশান্বিত করে। অবিলম্বে এই নির্যাতন বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) ভিপি ইকবাল কবির বলেন, আজকের এই MASS MOVEMENT আমাদের প্রতিজ্ঞা ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও নির্মম বর্বরতার বিরুদ্ধে আমরা চুপ থাকবো না। শিক্ষার্থীরা জেগেছে, মানুষ জাগছে, ইনশাআল্লাহ বিজয় অবশ্যম্ভাবী। বাংলাদেশ থেকে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ আসে আমরা তা'মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা সবার প্রথমে যাবো।
সমাবেশ কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)র জেনারেল সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, টাকসুর এজিএস মঈনুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আহসান উল্লাহ, সাহিত্য সম্পাদক রায়হানুল কবির, অর্থ সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদ, প্রশিক্ষণ সম্পাদক মাহাদী হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস