‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব।
বুধবার (১৬ এপ্রিল) বাংলা ৩ বৈশাখ সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতলায় বাংলা মঞ্চে শেষ হয়।
বাংলা মঞ্চে বাংলা বিভাগের সভাপতি এবং বাংলা বর্ষবরণ-১৪৩২ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন ও জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষার্থীবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, আজকের এই অনুষ্ঠান সার্বজনীন, আজকের আনন্দ শোভাযাত্রায় সকল ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অভিভূত করেছে। আমরা জানি ইংরেজি আমাদের নিজস্ব সংস্কৃতি নয়। বাংলার ঐতিহ্য আমাদের বাংলা নববর্ষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় এক নতুন মাত্রা যুক্ত হয়েছে, এভাবেই এগিয়ে যাবে ইসলামী বিশ্ববিদ্যালয়। আগামী দিনের ইসলামী বিশ্ববিদ্যালয় হবে দুর্নীতিমুক্ত, ইসলামী বিশ্ববিদ্যালয় হবে ঐক্যের বিশ্ববিদ্যালয়।
কেকে/ এমএস