দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের বেদাখালী ব্রীজের দুইপাশে সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। আগামী মাসের মধ্যে কাজটি শেষ হবে। তাতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি আর থাকবে না। অনায়াসে ব্রীজের উপর দিয়ে যাতায়াত করতে পারবেন তারা।
জানা যায়, গত ৫ বছরে আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ৩০ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য সেতুটি নির্মাণ করা হয়। সেতুর এক পাশে ভাওয়াল ইউনিয়নের তুঘলদিয়া গ্রাম ও তুলঘদিয়া বাজার এবং অন্য পাশে মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রাম।
বেদাখালী ব্রীজের দুইপাশে ছিলো না কোন সংযোগ সড়ক। কয়েক মাস আগে দৈনিক খোলা কাগজ পত্রিকায় ‘ব্রীজের দুইপাশে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরেই ব্রীজের সংযোগ সড়কের বিষয়ে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। বর্তমান কাজ চলমান রয়েছে।
স্থানীয়রা বলেন, কয়েক বছর ধরে ব্রীজের উপর দিয়ে চলাচলের কোন ব্যবস্থা ছিলো না। দেখারও কেউ ছিলো না। সাংবাদিকরা নিউজ করার পর বর্তমানে কাজ শুরু হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মিডিয়াকে ধন্যবাদ জানাই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘নিউজের পরেই আমি আর ইউএনও স্যার বেদাখালী ব্রীজ পরিদর্শন করি। বর্তমানে ব্রীজের দুইপাশে প্যালাসাইটিংয়ের কাজ চলছে। এরপর মাটির কাজ শুরু হবে। আগামী মাসেই মাটির কাজ শেষ হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, ‘মিডিয়ায় প্রচারের পরবর্তীতে আমরা সরেজমিনে ব্রীজটি পরিদর্শন করি। দেখা যায় ব্রীজটির দুইপাশে মাটি না থাকায় চলাচলের উপযোগি ছিলো না। পরবর্তীতে অগ্রাধিকারের ভিত্তিতে টিআর ও কাবিটা বরাদ্দ দিয়ে কাজ শুরু হয়েছে। এতে ওই এলাকার মানুষের অনেক উপকার হবে।’
কেকে/ এমএস