বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে চলছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই, আর সাংগ্রাই উপলক্ষ্যে এবার মৈত্রি পানি বর্ষণে মেতে ওঠেছে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণী থেকে শিশু ও বয়োবৃদ্ধরা।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে বান্দরবান রাজারমাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে মৈত্রি পানি বর্ষণের উদ্বোধন করেন উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জলি মং মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা।
এসময় উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সিনিয়র সহসভাপতি নিনি প্রু মারমা, মানবাধিকারকর্মী ডনাই প্রু নেলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী এমনকি বয়স্করাও একে অপরের গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নেয় এবং পুরাতন সকল গ্লানিকে মুছে ফেলার চেষ্টা করে। আনন্দ উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্রে বর্ণিল হয়ে উঠে পুরো বান্দরবান জেলা। যুবক-যুবতীরা একে অন্যকে পানি ছিটিয়ে উৎসবের আনন্দ বাড়িয়ে তুলে আরো বর্ণিলভাবে।
মৈত্রি পানি বর্ষণের পাশাপাশি এসময় রাজারমাঠে এক মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিল্পিরা চাকমা, মারমা, ত্রিপুরা, বমসহ বিভিন্ন ভাষায় সংগীত পরিবেশনের পাশাপাশি মনোরম নৃত্য পরিবেশন করে। বর্ণাঢ্য এই আয়োজনে উচ্ছস্বিত দর্শক, অংশগ্রহণকারী এবং মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। এদিকে বর্ণিল এই আয়োজন সুন্দরভাবে করতে পারায় প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকেরা।
আগামী ১৮ তারিখ পর্যন্ত নানা আয়োজনে বান্দরবানে চলবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই সাংগ্রাই উৎসবের নানা কর্মসূচি।
কেকে/এজে