যশোরের ঝিকরগাছায় খেলার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে এইক পরিবারের চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে জয়কৃষ্ণপুর গ্রামে বাড়ির পাশে শাহাজান আলীর পুকুর পাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হল, ঝিকরগাছা ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে সাফিন (৩) ও জাহিরুল ইসলাম জহিরের মেয়ে মেহেরীন (৩)।
স্থাানীয় সূত্রে জানা যায়, সকালে জয়কৃষ্ণপুর গ্রামের বাড়ির পাশে শাহাজান আলীর পুকুর পাড়ে একই বয়সের দুই চাচাতো ভাই-বোন একসাথে খেলা করছিলো। হাঠাৎ করে পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে অবশেষে অনুমান বেলা ১২টার দিকে পুকুর পাড়ে এসে পুকুরের দিকে তাকালে বাচ্চা দুটি ভেসে থাকতে দেখে পারবারের সদস্যরা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশু দু’টিকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় তাৎক্ষনিক পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কেকে/ এমএস